হোম > খেলা > ফুটবল

সালাউদ্দিনের আশঙ্কা, কারও কথায় লাফালাফি করলে দেশ ‘নিষিদ্ধ’ হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে যাত্রা শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশে শুরু হয়েছে নানা পরিবর্তন। বিসিবিতে যেমন বিক্ষোভ, মিছিল হচ্ছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে; একই দাবি নিয়ে বাফুফেতেও হাজির হচ্ছেন বিক্ষোভকারীরা। বাফুফেতে টানা ১৬ বছরের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি এতে কর্ণপাত করছেন না। তিনি বরং আরেকবার নির্বাচন করতে চান। 

পদত্যাগের দাবি উড়িয়ে আজকের পত্রিকাকে সালাউদ্দিন বললেন, ‘আমার অবস্থান পরিষ্কার করেছি, আমি এখন পদত্যাগ করব না। নির্বাচন করব। ২৬ তারিখে (২৬ অক্টোবর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনে যে জিতবে, সে আসবে। আমি যদি এদের কথায় লাফালাফি করি, তাহলে দেশ (বাফুফে) তো নিষিদ্ধ হয়ে যাবে (ফিফা, এএফসি নিষিদ্ধ করতে পারে) ! এখানে হস্তক্ষেপের সুযোগ নেই। ২৬ তারিখ নির্বাচন। এত লাফালাফির তো কিছু নেই। ২৬ তারিখে নির্বাচন করুন। যিনি জিতবেন, তিনি আসবেন’

সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই! দেশের ফুটবলের মানের অবনতির পেছনে বাফুফে সভাপতিকেই সবাই কাঠগড়ায় তোলেন। তবু তিনি কেন আরেকবার নির্বাচন করতে আগ্রহী, সে ব্যাখ্যায় সালাউদ্দিন বলছেন, ‘এবার আগ্রহী এই কারণে, আপনি আমাকে জোর করে নির্বাচন করতে দেবেন না, নির্বাচন করলে বলছেন, মারবেন! আমি বুঝলাম না! আপনিও নির্বাচন করুন, নির্বাচন করে জিতুন। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত বদলাব না।’ 

পরিবর্তিত পরিস্থিতিতে বাফুফের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটছে না বলেই জানালেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বললেন, ‘সব স্বাভাবিক চলছে। দল যাচ্ছে দেশের বাইরে। আমরা সময় নিয়ে নতুন উপদেষ্টার সঙ্গে দেখা করব।’

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো