হোম > খেলা > ফুটবল

ঘরের মাঠে মালদ্বীপের সঙ্গে পারল না বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিলেও সফল হয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরোর দল। ছবি: বাফুফে

গোল খাওয়ার আগে ও পরে মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণেই সফল হতে পারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। ১-০ গোলে জিতে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মালদ্বীপ। দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ-মালদ্বীপে ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। কাবরেরোর দল যখন আক্রমণে উঠে আসে, উচ্ছ্বসিত হয়ে উঠেন দর্শকেরা। তবে তাদের সেই উচ্ছ্বাস একবারও সফল হয়নি।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার গোলের জন্য আক্রমণ করেছিল স্বাগতিকেরা। ১৮ মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি-কিক উপহার দেয় বাংলাদেশ। ডি বক্সের একটু বাইর থেকে ফ্রি কিক নেন মালদ্বীপের হামজা মোহাম্মদ। নিখুঁত সেই ফ্রি কিকে মাথা ঠুকে বাংলাদেশের জাল কাঁপান আলী ফাসির। জাতীয় দলের হয়ে সেটা ফাসিরের ১২তম গোল। ফাসিরকে বাংলাদেশের ডিফেন্ডাররা মার্কিং করে রাখেননি বলে গোল পেতে অসুবিধা হয়নি।

বাংলাদেশ পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শটও নিয়েছিলেন। শুয়ে পড়ে সেই শট ঠেকান মালদ্বীপের ডিফেন্ডার ইরুফান। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও মালদ্বীপ বারবার স্বাগতিকদের রক্ষণভাগে হানা দিয়েছে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।

প্রথমার্ধে আজ বাংলাদেশের ফুটবলারদের মধ্যে যেটুকু নজর কেড়েছেন, শুধু কাজেম শাহ। কাজেম মধ্যমাঠে গতি, বল বিতরণ, শুটিং সবখানেই দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের হয়ে আজই প্রথমবার খেলেছেন একাদশে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। তবে ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় লক্ষ্যভেদ করতে পারেনি।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন