হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেই কি ফ্রান্সের ভবিষ্যৎ অধিনায়ক! 

হুগো লরিস অবসর নেওয়ার পর ফ্রান্স ফুটবল দল হয়ে পড়ে অধিনায়কশূন্য। লরিসের পর ফরাসিদের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। 

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ গতকাল ফ্রান্সের সম্ভাব্য অধিনায়কদের সম্পর্কে জানিয়েছে। ফরাসি এই সংবাদমাধ্যমের মতে, ফ্রান্সের ভবিষ্যত অধিনায়ক হওয়ার তালিকায় সবার ওপরে আছেন এমবাপ্পে। 

এ বছরের জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লরিস। এরপর স্টিভ মান্দান্দা ও করিম বেনজেমা-এই দুজনকে ফ্রান্সের ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হচ্ছিল। তবে এই দুজন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। রাফায়েল ভারানেকেও ধরা হচ্ছিল ফ্রান্সের সম্ভাব্য অধিনায়ক। ফ্রান্সের এই সেন্টার ব্যাক গতকাল আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ করেই বিদায় জানিয়েছেন। 

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৩৬ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। দুই বিশ্বকাপ খেলে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। যেখানে কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন ফরাসি ফরোয়ার্ড।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো