হোম > খেলা > ফুটবল

বিদায়ের পরও বার্সাকে নিয়ে গর্বিত জাভি

রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারার পর একটা গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সেলোনার ড্রেসিংরুম থেকে। কোচ জাভি হার্নান্দেজের ওপর নাকি আস্থা হারিয়েছে মূল দলের খেলোয়াড়দের একটি অংশ। 

এমনটা জাভির কানে গেলে তিনি জানিয়েছিলেন, শিষ্যদের আস্থা ফেরাতে না পারলে ব্যাগ গুছিয়ে ফেলবেন বার্সা ছেড়ে চলে যাওয়ার জন্য। তিনি কবে পদত্যাগ করবেন সেটা অবশ্য সময় হলেই জানা যাবে। তবে গতকাল কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ায় তাঁর পদত্যাগের চাপটা যে আরও বেড়েছে, সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। 

সেই চাপটা একটু প্রশমিত করতেই হয়তো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরও দলকে নিয়ে গর্ব করছেন জাভি। তা না হলে দল হারার পরও কীভাবে বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল বলতে পারেন তিনি! ম্যাচ শেষে গতকাল জানিয়েছেন, ‘সব বড় ক্লাবের কোচই ট্রফির ওপরই নির্ভর করে। তবে আমি গর্বিত, যেভাবে আমরা বড় দলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, বিশেষ করে তরুণ ফুটবলাররা যা করেছে। আমার মনে হয়, এটা বড় কিছু করার পথে মাত্র শুরু। আমি থাকি বা না থাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।’ 

গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ৪-২ গোলে হেরেছে বার্সা। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে বিলবাওয়ের দুই ইনাকি ও নিকো উইলিয়ামস ২ গোল করে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত করেন। এর আগে গোরকা গুরুজেটার গোলে ঘরের মাঠে ৩৮ সেকেন্ড এগিয়েও গিয়েছিল বিলবাও। 

তবে ২৬ মিনিটে সেই গোল বার্সার হয়ে শোধ করেছিলেন রবার্ট লেভানডফস্কি। এই গোলে একটি মাইলফলকও গড়েছেন পোলিশ স্ট্রাইকার। কাতালান ক্লাবের হয়ে এবারের মৌসুমে প্রথম ফুটবলার হিসেবে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে গোল করেছেন। লেভার গোলের পর বার্সাকে লিড এনে দেন লামিনে ইয়ামাল। 

যে গোলে টুর্নামেন্টে একটি রেকর্ড গড়েছেন ইয়ামাল। একুশ শতকে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড। ১৬ বছর ১৯৫ দিন বয়সে গোল করে ছাড়িয়ে গেছেন জুয়ানমি হিমেনেজকে। ২০১০ সালে মালাগার হয়ে ১৬ বছর ২৩৮ দিনে গোল করে এত দিন রেকর্ডের মালিক ছিলেন স্পেনের ফরোয়ার্ড। তবে বিরতির পরেই ৪৯ মিনিটে বিলবাওকে সমতায় ফেরান ওহিহান সানসেট। পরে অতিরিক্ত সময়ে দুই উইলিয়ামস ভাইয়ের গোল।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক