লিওনেল মেসির বিদায়কে ঘিরে এক আবেগী পরিস্থিতির সৃষ্টি হয়েছে ন্যু ক্যাম্পে। কান্নাভেজা এই সংবাদ সম্মেলনে ক্লাবের সঙ্গে নিজের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করার পাশাপাশি মেসিকে কথা বলতে হয়েছে তাঁর পরবর্তী গন্তব্য নিয়েও।
মেসির প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যাওয়া নিয়ে গত দুই দিন ধরে চলছে নানা জল্পনা–কল্পনা। ক্লাবটির সঙ্গে কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মেসি বলেন, ‘সত্যি কথা হচ্ছে, এই মুহূর্তে পিএসজিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে কারও সঙ্গে ঐকমত্যে আসিনি।
কোথায় যাবেন এখনো ঠিক না করলেও অনেকে কাছ থেকে প্রস্তাব পেয়েছেন বলে জানান মেসি, ‘যখন সংবাদ বিজ্ঞপ্তিটি (বার্সেলোনা ছাড়ার) প্রকাশিত হয়েছে আমি আগ্রহী অনেক ক্লাবের পক্ষ থেকে ফোন পেয়েছি।’