হোম > খেলা > ফুটবল

ম্যাচের আগেই আর্জেন্টিনাকে ‘হুমকি’ দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনাকে হুমকি দিয়ে রাখলেন রাফিনিয়া। ছবি: এএফপি

ব্রাজিল-আর্জেন্টিনা সুপারক্লাসিকো শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে শোনা যাচ্ছে আলাপ-আলোচনা। দুই দলের ফুটবলার থেকে শুরু করে ভক্ত-সমর্থক—কারও যেন তর সইছে না। খেলা মাঠে গড়ানোর আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে রেখেছেন ব্রাজিলের রাফিনিয়া।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ‘রোমারিও টিভি’তে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া আগেই পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেছেন। রাফিনিয়ার কথাবার্তায় মিলেছে যুদ্ধের ইঙ্গিত। রোমারিও জিজ্ঞেস করলেন, ‘আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাচ্ছি। ভাগ্য ভালো এখন মেসি নেই। তাদের কি আমরা হারাতে যাচ্ছে?’ উত্তরে রাফিনিয়া বললেন, ‘আমরা তাদের হারাব। কোনো সন্দেহ নেই। মাঠে এমনকি প্রয়োজন পড়লে মাঠের বাইরেও।’

রাফিনিয়াকে ফের রোমারিও জিজ্ঞেস করলেন, ‘তুমি কি গোল করতে যাচ্ছ?’ ২৮ বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেছেন, ‘আমি গোল করতে যাচ্ছি। তারা সব কিছু নিয়েই জাহান্নামে যাচ্ছে।’ রাফিনিয়ার কথাবার্তাই বোঝা গেছে আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিল কতটা উদগ্রীব হয়ে আছে। আর্জেন্টিনার আক্রমণভাগে লিওনেল মেসি, পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজের মতো তারকারা থাকছেন না। ব্রাজিলের তারকা নেইমারও খেলতে পারছেন না সুপারক্লাসিকো।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় এস্তাদিও মাস মনুমেন্তালে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিলের আইকনিক মারাকানার গ্যালারিতে হয়েছিল সংঘর্ষ। এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ১-০ গোলে। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ২০২১ কোপা আমেরিকায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী