হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তাদের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ করেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে সূত্র।

ফলে নতুন মৌসুমের জন্য এবারের দলবদলে কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর অনুমতি পাচ্ছে না ফকিরেরপুল। বাংলাদেশের লিগে ফুটবলারদের সঙ্গে সাধারণত এক মৌসুমের চুক্তি করে থাকে ক্লাবগুলো। ফকিরেরপুলে গত মৌসুমে যাঁরা খেলেছেন, তাঁরাও এই ক্লাবে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে দোটানা।

বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেওয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

ফকিরেরপুলের হয়ে গত মৌসুমে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন জাকানোভ। তবে লিগের প্রথম পর্বের পর আর দেখা যায়নি তাঁকে। এখন পর্যন্ত ২০-২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া আছে তাঁর।

১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গত মৌসুমে পয়েন্ট টেবিলের আটে থাকে ফকিরেরপুল। এবার দল সাজাতে হলে ১৪ আগস্টের আগে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে তাদের। কারণ, দলবদলের সময় ১৪ আগস্ট পর্যন্ত।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর