হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ক্লাবকে ফিফার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তাদের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ করেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে সূত্র।

ফলে নতুন মৌসুমের জন্য এবারের দলবদলে কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর অনুমতি পাচ্ছে না ফকিরেরপুল। বাংলাদেশের লিগে ফুটবলারদের সঙ্গে সাধারণত এক মৌসুমের চুক্তি করে থাকে ক্লাবগুলো। ফকিরেরপুলে গত মৌসুমে যাঁরা খেলেছেন, তাঁরাও এই ক্লাবে থাকবেন কিনা তা নিয়ে রয়েছে দোটানা।

বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার দাবারও ভালোভাবে দেওয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

ফকিরেরপুলের হয়ে গত মৌসুমে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন জাকানোভ। তবে লিগের প্রথম পর্বের পর আর দেখা যায়নি তাঁকে। এখন পর্যন্ত ২০-২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া আছে তাঁর।

১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গত মৌসুমে পয়েন্ট টেবিলের আটে থাকে ফকিরেরপুল। এবার দল সাজাতে হলে ১৪ আগস্টের আগে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে তাদের। কারণ, দলবদলের সময় ১৪ আগস্ট পর্যন্ত।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল