হোম > খেলা > ফুটবল

শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক হতে চায় উরুগুয়ে, আর্জেন্টিনাসহ আরও দুই দেশ

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবার ২০৩০ বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। শতবর্ষীয় বিশ্বকাপ আয়োজন করতে চায় যৌথভাবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। এ জন্য তারা গত মাসে ফিফার কাছে প্রস্তাবনাও জমা দিয়েছে। 

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল হয়েছিল ১৯৩০ সালে। সেবার আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল স্বাগতিকেরা। ২০৩০ সালের বিশ্বকাপ হবে শতবর্ষের। তাই উরুগুয়ে চাচ্ছে দক্ষিণ আমেরিকার আরও তিনটি দেশকে নিয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। উরুগুয়ে ফুটবল সংস্থার সভাপতি ইগনাসিও আলোনসো বলেছেন, ‘বিশ্বকাপ যেখানে শুরু হয়েছে, সেখানেই শতবর্ষীয় বিশ্বকাপ হওয়া উচিত। এটা উরুগুয়ের অধিকার।’ 

দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজও জানিয়েছেন বিশ্বকাপ ঘরে ফেরা দরকার। তিনি বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ একটি মহাদেশের স্বপ্ন। সামনে আরও অনেক বিশ্বকাপ আসবে কিন্তু এ বিশ্বকাপ এক শ বছরে একবারেই আসে। তাই বিশ্বকাপটি ঘরে ফেরা দরকার।’

১৯৬২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল চিলি। আর ১৯৭৮ সালে আর্জেন্টিনা। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগ প্যারাগুয়ের সামনে। গত মাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে পর্তুগাল-স্পেনও। শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক দেশের নাম ফিফা ২০২৪ সালে ঘোষণা করবে।

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে