হোম > খেলা > ফুটবল

শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক হতে চায় উরুগুয়ে, আর্জেন্টিনাসহ আরও দুই দেশ

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এবার ২০৩০ বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে আলোচনা। শতবর্ষীয় বিশ্বকাপ আয়োজন করতে চায় যৌথভাবে উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। এ জন্য তারা গত মাসে ফিফার কাছে প্রস্তাবনাও জমা দিয়েছে। 

প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল হয়েছিল ১৯৩০ সালে। সেবার আয়োজক দেশ ছিল উরুগুয়ে। সে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল স্বাগতিকেরা। ২০৩০ সালের বিশ্বকাপ হবে শতবর্ষের। তাই উরুগুয়ে চাচ্ছে দক্ষিণ আমেরিকার আরও তিনটি দেশকে নিয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। উরুগুয়ে ফুটবল সংস্থার সভাপতি ইগনাসিও আলোনসো বলেছেন, ‘বিশ্বকাপ যেখানে শুরু হয়েছে, সেখানেই শতবর্ষীয় বিশ্বকাপ হওয়া উচিত। এটা উরুগুয়ের অধিকার।’ 

দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজও জানিয়েছেন বিশ্বকাপ ঘরে ফেরা দরকার। তিনি বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ একটি মহাদেশের স্বপ্ন। সামনে আরও অনেক বিশ্বকাপ আসবে কিন্তু এ বিশ্বকাপ এক শ বছরে একবারেই আসে। তাই বিশ্বকাপটি ঘরে ফেরা দরকার।’

১৯৬২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল চিলি। আর ১৯৭৮ সালে আর্জেন্টিনা। প্রথমবারের মতো আয়োজক হওয়ার সুযোগ প্যারাগুয়ের সামনে। গত মাসে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য যৌথভাবে প্রস্তাবনা জমা দিয়েছে পর্তুগাল-স্পেনও। শতবর্ষীয় বিশ্বকাপের আয়োজক দেশের নাম ফিফা ২০২৪ সালে ঘোষণা করবে।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ