হোম > খেলা > ফুটবল

বিধ্বস্ত হয়ে বিদায় মেসিদের

দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে মন্টেরে। এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে ছিলেন না মেসি। বেঞ্চে বসে সতীর্থদের হার দেখেছেন। তবে আজ মাঠে নেমেও দলকে এনে দিতে পারলেন না সেমিফাইনালের টিকিট। 

নিজেদের মাঠে ৬৪ মিনিটে ব্যবধানটা ৩-০ করে নেয় মন্টেরে, যার মধ্যে মায়ামি ২ গোল হজম করে দ্বিতীয়ার্ধে। ৭৮ মিনিটে আলবা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশাও শেষ হয়ে যায় তাদের। তার পরও ৮৫ মিনিটে ১টি গোল শোধ দেন দিয়োগো গোমেজ। কিন্তু সেটি শুধু মায়ামির হারের ব্যবধানই কমাতে পেরেছে। 

অথচ এই ম্যাচ ছিল মেসির জন্য প্রতিশোধের। প্রথম লেগে তিনি মন্টেরের ড্রেসিংরুমে গিয়ে অখেলোয়াড়িসুলভ আচরণ করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মন্টেরের কোচ মেসিকে ‘বামন’ ডেকে অপমানও করেন। পরে অবশ্য ক্ষমা চান তিনি। কিন্তু সেই অপমানের বদলা নিতে পারলেন না মেসি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ