আয়াক্স থেকে বরুশিয়া ডর্টমুন্ডে নাম লেখানোর পরেই ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সেবাস্তিয়ান হলার। ডর্টমুন্ডের হয়ে অভিষেকটা তাই একটু দেরিতেই হলো হলারের। আর গতকাল ডর্টমুন্ডের হয়ে প্রথম গোল পেলেন তিনি। জার্মান ক্লাবটির হয়ে আরও গোল করতে চান আইভরি কোস্টের এই ফুটবলার।
সিগনাল ইদুনা পার্কে গতকাল বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল ডর্টমুন্ড ও ফ্রেইবুর্গ। ফ্রেইবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ডর্টমুন্ড। যেখানে ৫১ মিনিটে রাফায়েল গেরেইরোর অ্যাসিস্টে গোল করেন হলার, যা ডর্টমুন্ডের জার্সিতে হলারের প্রথম গোল। স্কাই স্পোর্টসকে আইভরি কোস্টের এই স্ট্রাইকার বলেন, ‘এ মুহূর্তের জন্যই আমি অপেক্ষা করছিলাম। যখন আমি গোল করলাম, মনে হচ্ছিল পুরো স্টেডিয়াম জ্বলে উঠেছে। আমি খুশি। তবে অনেক দূর যেতে চাই এবং আরও গোল করতে চাই।’
গত মৌসুমে ডর্টমুন্ড ছেড়ে আর্লিং হালান্ড পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। হালান্ডের পরিবর্তে জার্মান ক্লাবটিতে আসেন হলার। কিছুদিন পরই আক্রান্ত হয়েছেন টেস্টিকুলার ক্যানসারে। চার দফা কেমোথেরাপি করতে হয়েছিল এই স্ট্রাইকারকে। এরপর এই বছরের ২২ জানুয়ারি অগসবুর্গের বিপক্ষে ডর্টমুন্ডের প্রথম ম্যাচ খেলেন। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার।
৫-১ গোলের জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার তিনে আছে ডর্টমুন্ড। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখেরও পয়েন্ট ৩৭। গোল ব্যবধানে এগিয়ে গেছে বায়ার্ন। শীর্ষে থাকা ইউনিয়ন বার্লিনের পয়েন্ট ৩৯।