হোম > খেলা > ফুটবল

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

আজকের পত্রিকা ডেস্ক­

জয়সূচক গোলের পর সতীর্থদের নিয়ে শাকিলের উদ্‌যাপন। ছবি: বাফুফে

সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা ভালোই জমে উঠেছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে রক্ষণভাগে সেভাবে ভাঙন ধরাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানায় দুই দলই। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুনতে হয়েছে রহমতগঞ্জকে। ব্যবধান দ্বিগুণ করাও সুযোগ পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।

এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর অর্জন ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে একে মোহামেডান। প্রথম লেগ শেষ হওয়ার আগে আর একটি করে ম্যাচ খেলবে আবাহনী ও মোহামেডান। আগামী শুক্রবার দিয়াবাতে-সানডেরা নামবে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে। একইদিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে খেলবে মিতুলরা।

দুই দলই চাইছে প্রথম লেগের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। তেমনটা হলে টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থেকেই মিড সিজন বিরতিতে যাবে ঐতিহ্যবাহী দুই ক্লাব।

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে