হোম > খেলা > ফুটবল

ফুটবল সভাপতিকে অপসারণ, ব্রাজিল কি নিষিদ্ধ হতে চলেছে

ক্রীড়া ডেস্ক    

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত। ছবি: এএফপি

ব্যাপক চেষ্টার পর এডনাল্ডো রদ্রিগেজের গুরুত্বপূর্ণ ভূমিকাই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়েছে ব্রাজিল। সেই সুখবরের সপ্তাহ না পেরোতেই দুঃসংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এডনাল্ডোসহ বর্তমান বোর্ডকে সরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন রিও দে জেনেইরোর একটি আদালত।

এডনাল্ডো সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সিবিএফের বর্তমান বোর্ডেরই সহ-সভাপতিদের একজন ফার্নান্দো সাহ্নি। আদালতের আদেশে তিনিই এখন সংস্থাটির অন্তর্বর্তীকালীন সভাপতি। পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। সিবিএফের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য নেই। সিবিএফের সাবেক সভাপতি আন্তনিও কার্লোন নুনেস দে লিমার স্বাক্ষর জাল করার অভিযোগ খতিয়ে দেখছিল আদালত। সেটির প্রেক্ষিতেই এডনাল্ডোকে সরিয়ে দেওয়া এই নির্দেশনা এল।

চলতি বছরের শুরুতে নুনেস দা লিমার সঙ্গে সেই চুক্তিই এডনাল্ডোকে ২০৩০ সাল পর্যন্ত সিবিএফের প্রধানের দায়িত্বে থাকার সুযোগ করে দেয়। রিও দে জেনেইরোর আদালতের বিচারক গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো বলেন, কার্লোস নুনেসের পক্ষে যে যুক্তি উপস্থাপন করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যগত সমস্যায় তিনি শুনানিতে অংশ নিতে পারেননি। ২০১৮ সালে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকে নুনেসের মানসিক সক্ষমতা প্রশ্ন থাকার ব্যাপারটিও তুলে ধরা হয়।

গাব্রিয়েল দে অলিভেইরা জেফিরো বলেন, ‘আমি ঘোষণা করছি, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যে চুক্তি উচ্চ আদালত আগে অনুমোদন দিয়েছিল, আন্তনিও কার্লোস নুনেস দা লিমার মানসিক অক্ষমতা ও তার স্বাক্ষর জাল করার সম্ভাব্য কারণে তা বাতিল ও অকার্যকর বলে গণ্য হবে। ফলাফল হিসেবে যৌক্তিক পরণতি হচ্ছে সিবিএফের বর্তমান প্রশাসনকে অবৈধ হিসেবে স্বীকৃত করা। তবে সংস্থাটি নেতৃত্বহীন থাকতে পারে না এবং এটা অপরিহার্য যে, আইন অনুযায়ী বৈধ একটি নির্বাচন হতে হবে।’

এ ব্যাপারে এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত কোনো বার্তা দেয়নি। তবে দেশের ফুটবল সংস্থায় সরাসরি হস্তক্ষেপ করলে নিষেধাজ্ঞারও দিয়ে থাকে ফিফা। ব্রাজিল ফুটবলে শেষ পর্যন্ত কী ঘটে সেটিই দেখার অপেক্ষা। সিবিএফের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ডিসেম্বরেও এডনাল্ডোকে সভাপতির পদ থেকে বরখাস্ত করেছিলেন রিও দে জেনেইরোর কোর্ট অব জাস্টিস। তবে ব্রাজিলের জাতীয় দলকে ফিফা নিষিদ্ধ করতে পারে, এই কারণ দেখিয়ে এক মাস পরই তাঁকে আবার সভাপতি পদে বসান ব্রাজিলের বিচার মন্ত্রী জিউমাহ্ মেন্ডেস। এডনাল্ডোর ফেরার পর সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারটি বাতিল করে দেয় ফিফা। ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপ তারা কখনোই মেনে নেয় না।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের