হোম > খেলা > ফুটবল

নিজেদের দুর্বল দল মনে করেন মেসিদের কোচ

লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।

দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’

এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন