হোম > খেলা > ফুটবল

নিজ পরিচয়েই কাতার বিশ্বকাপ দেখতে পারবে ইসরায়েলিরা

অনলাইনে কাতার বিশ্বকাপের টিকিট কেনার ক্ষেত্রে ইসরায়েলের নাম না থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই তর্ক-বিতর্ক হচ্ছিল। অবশেষে ফিফার হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছে। টিকিট বিক্রির ওয়েবসাইটে ইসরায়েলের নাম যুক্ত করা হয়েছে। দেশটির নাগরিকেরা এখন নিজেদের পরিচয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন কাতারে। 

কাতার কর্তৃপক্ষ বিশ্বকাপের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামের একটি কোম্পানিকে। এই কোম্পানির অনলাইন সাইটে ইসরায়েলের নাগরিকেরা টিকিট কিনতে গিয়ে দেখেন, তাদের দেশের নামই নেই। তার বদলে ফিলিস্তিন দেখাচ্ছে। তা দেখে ইসরায়েল নাগরিকেরা ক্ষুব্ধ হয়েছেন। শুধু ইসরায়েলের নয়, নাম ছিল না আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ারও। বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিমা সংবাদমাধ্যমগুলো কাতারের ব্যাপক সমালোচনা শুরু করে।

বিষয়টি সমাধানের জন্য ফিফার কাছে অভিযোগ করেছিল ইসরায়েল। সঙ্গে দাবি রেখেছিল যেন অন্যান্য দেশের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পান বিশ্বকাপে। ফিফা ‘উইন্টারহিল হসপিটালিটি’ কোম্পানিকে ইসরায়েলের নাম নিবন্ধনের নির্দেশ দিয়েছে। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইসরায়েলের নাম যুক্ত করেছে। আর যে কর্মী ইসরায়েল বাদ দিয়ে ‘অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড’ লিখেছেন, তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছে।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ