হোম > খেলা > ফুটবল

মেসির ঝলকে আটলান্টাকে উড়িয়ে দিল বিস্ফোরক মায়ামি

ক্রীড়া ডেস্ক    

লিওনেল মেসির জোড়া গোলে উড়ে গেছে আটলান্টা ইউনাইটেড। ছবি: এএফপি

বাংলাদেশ সময় গতকাল সকালে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বসানো হয়েছিল লিওনেল মেসিকে। গ্যালারিতে বসে সপরিবার আর্জেন্টিনার ১-০ গোলের জয় উপভোগ করেছিলেন লিওনেল মেসি। ঠিক তার পরের দিনই দেখা গেল মেসির ঝলক। তবে সেটা যে আর্জেন্টিনার জার্সিতে নয়; তিনি ঝলক দেখিয়েছেন ক্লাব ফুটবলে।

চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেসি আজ খেলতে পারেন কি না, সেটা নিয়েও ছিল অনিশ্চয়তা। কারণ, ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো ম্যাচের আগে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সব অনিশ্চয়তা কাটিয়ে এমএলএসে খেলেছেন মেসি। ছন্দে থাকলে তাঁকে থামানো যে মুশকিল, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের জ্বলে ওঠার ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।

আটলান্টা ইউনাইটেডকে আজ শুরু থেকেই চাপে রাখে ইন্টার মায়ামি। ৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাশচেরানোর মায়ামি। আটলান্টার বক্সের কাছাকাছি জায়গায় বল রিসিভ করে ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন মেসি। তাঁকে অ্যাসিস্ট করেন ব্যালতেজার রদ্রিগেজ। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে মায়ামির আক্রমণে চোখে রীতিমতো শর্ষে ফুল দেখতে থাকে আটলান্টা। ৫২ মিনিটে মায়ামির দ্বিতীয় গোল করেন জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি। ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলের তৃতীয় গোল করেন লুইস সুয়ারেজ।

আটলান্টার বিপক্ষে আজ মেসি তাঁর দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন শেষ ভাগে এসে। ৮৭ মিনিটে আলবার অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন মেসি। আটলান্টা ম্যাচে চার গোলের মধ্যে তিনটিতেই অবদান রাখেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বলতে গেলে বার্সেলোনার সাবেক ফুটবলাররাই আজ মায়ামির বিশাল জয়ের কান্ডারি। বড় জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তিনে মায়ামি। ৩৩ ম্যাচে দলটির পয়েন্ট ৬২। জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৮ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। সিনসিনাটির ৬২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৬৬। পয়েন্ট তালিকার প্রথম তিন দলের প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।

মায়ামির জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪২ ম্যাচে ৩৪ গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ১৭ গোলে। ৩৪ গোলের মধ্যে ২৬ গোলই আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন এমএলএসে। মায়ামির পরের ম্যাচ ১৮ অক্টোবর। বাংলাদেশ সময় সেদিন রাত ৪টায় গিওদিস পার্কে শুরু হবে ন্যাশভিল-মায়ামি এমএলএসের ম্যাচ।

আরও খবর পড়ুন:

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল