কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণের পর থেকেই সময়টা দুর্দান্ত কাটছে লিওনেল মেসির। লিগ কাপে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার মায়ামির শুরুটাও করেছেন দুর্দান্ত। সেই শিরোপা জয়ের মধ্যে দিয়ে একটি রেকর্ডও গড়েছেন তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৪৪ শিরোপা জিতেছেন মেসি। শিরোপার রাজা হওয়ায় ফুটবল জাদুকরকে নিয়ে একটি গান বানিয়েছেন কলম্বিয়ান র্যাপার মালুম। ‘ট্রফি’ নামে টাইটেল মিউজিক ভিডিওটি আর্জেন্টাইন অধিনায়ককে উৎসর্গ করেছেন জনপ্রিয় র্যাপার।
৪ মিনিট ৮ সেকেন্ডের মিউজিক ভিডিওতে মেসিকে দেখা গেছে। গানের শেষ দিকে র্যাপার মালুমা মেসির জার্সি পরে মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে প্রবেশ করেন। অন্যদিকে বার্সেলোনা কিংবদন্তিকে একটি ট্রফি হাতে সেন্টার স্পটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। র্যাপারের হাতে ট্রফি দিয়ে তাঁর সঙ্গে আলিঙ্গন করার পর সাতবারের ব্যালন ডি অর জয়ী চলে যান। সেই ট্রফি নিয়ে কিছুক্ষণ গান করার এক হাতে উঁচিয়ে ধরেন মালুম।
সামাজিক মাধ্যমে ছোট একটি ক্লিপ শেয়ার করে মালুমা লিখেছেন, ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের প্রতি শ্রদ্ধা।’ সঙ্গে গোটের একটি ইমোজিও দিয়েছেন কলম্বিয়ান র্যাপার। মায়ামির হয়ে আরেকটি ট্রফি জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে হিউস্টন ডায়নামোকে হারতে পারলেই মেজর লিগ সকারের ক্লাবের হয়ে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ৪৫ তম শিরোপা জিতবেন তিনি।