হোম > খেলা > ফুটবল

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের সিরিয়া পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাসখানেক আগে নেপাল থেকে সাফের শিরোপা জেতা দলটি আজ ভিয়েতনামে নতুন মিশন শুরু করতে যাচ্ছে। এবারের যুদ্ধ আরও কঠিন। এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই, যেখানে আজ যাত্রাতেই শক্তিশালী সিরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের যুবারা।

এর আগে দেশ ছাড়ার সময় এই টুর্নামেন্ট নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক। মূলত মনমতো দল গড়তে না পারা এবং পরিকল্পনার ঘাটতিতে দলকে নিয়ে আশা দেখছেন না কোচ, ‘আমি কাউকে বোঝাতে পারিনি, জাতীয় দলের প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ নাকি এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। যদি নেপাল থেকে ফেরার পর আমরা নিবিড় অনুশীলন করতে পারতাম, দলের কম্বিনেশন নিয়ে আরও কাজ করতে পারতাম, তাহলে হয়তো আপনাদের কথা দিতে পারতাম যে এই টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করব।’

বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়ামের বিপক্ষে। যার মধ্যে শক্ত প্রতিপক্ষ সিরিয়া ও ভিয়েতনাম। স্বাভাবিক পারফর্ম করলে বাকি দুই দল থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়া কঠিন হওয়ার কথা নয়।

২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

জুয়াকাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারেক প্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান