হোম > খেলা > ফুটবল

মেসি-এমবাপ্পে যুগলবন্দীতে জয়ে ফিরল পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে নঁতের বিপক্ষে ধাক্কা খেয়েছিল পিএসজি। গোল মিসের খেসারত দিয়ে হারতে হয়েছিল সেই ম্যাচ। তবে এক ম্যাচ বাদেই লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পের যুগলবন্দীতে গত রাতে আবার জয়ের ধারায় ফিরেছে ফরাসি জায়ান্টরা। শনিবার রাতে ঘরের মাঠ সেন্ট এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে তারা। 

ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার দুটো গোলেরই কারিগর মেসি। অন্য গোলটি করেছেন দানিলো পেরেরা। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে পিএসজি। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে সেন্ট এতিয়েন।

ঘরের মাঠে ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক খেলার পরিকল্পনা নিয়ে নামে পিএসজি। কিন্তু শুরুতেই গোল হজম করে ধাক্কা খায় তারা। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ম্যাচের ৪২ মিনিটে মেসি ও এমবাপ্পের যুগলবন্দীতে সমতায় ফেরে পিএসজি। মেসির পাস ধরে বক্সে ঢুকে এতিয়েনের গোলরক্ষককে ফাঁকি দিয়ে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধে সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় মরিসিও পচেত্তিনোর দল। 

দ্রুত ২ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় পিএসজি। দ্বিতীয় গোলটাও আসে মেসি-এমবাপ্পে রসায়ন থেকে। বক্সের সামনে থেকে মেসির বাড়ানো পাস ক্ষিপ্র গতিতে এসে এতিয়েনের পোস্ট ভেদ করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে। ৫২ মিনিটে ৩-১ ব্যবধান করে ফেলে পিএসজি। এমবাপ্পের পাস থেকে গোল করেন দানিলো। 

ম্যাচে ৬২ ভাগ বলের দখল ছিল পিএসজির পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২১ শটের ৮টিই লক্ষ্যে রাখেন মেসি-এমবাপ্পেরা। ৩৮ ভাগ বল দখলের পাশাপাশি ১৩টি শটের ছয়টি লক্ষ্যে রাখতে পারে সেন্ট এতিয়েন। তবে একটির বেশি গোল আদায় করতে পারেনি তারা। 

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা