হোম > খেলা > ফুটবল

ডাক পেলে কাতারে বিশ্বকাপ খেলতে যাবেন এই সমকামী ফুটবলার

কাতারে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর আগে থেকেই আলোচনায় সমকামিতা। কদিন আগে আয়োজক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো সমকামী পতাকা (রেইনবো ফ্ল্যাগ)। সমকামীদের চলাফেরার ক্ষেত্রেও সতর্কবার্তা দেয় কাতার। এর মাঝে যুক্তরাষ্ট্রের সমকামী ফুটবলার কলিন মার্টিন জানিয়েছেন, ডাক পেলে অবশ্যই কাতারে খেলতে যাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ক্লাব সান ডিয়েগো লয়ালের হয়ে খেলেন মার্টিন। এর আগে তিনি এমএলএসের ক্লাব ডিসি ইউনাইটেড ও মিনেসোটা ইউনাইটেডের হয়েও খেলেছেন। বিশ্বকাপে খেলা নিয়ে ২৭ বছর বয়সী মার্টিন বলেছেন, ‘যদি আমাকে ডাকে তবে অবশ্যই বিশ্বকাপ খেলতে যাব। যদিও এটা খুবই অনুমানমূলক একটা বিষয়, তবে সুযোগ পেলে সম্মানিত বোধ করব।’

নিজের সমকামী পরিচয় নিয়ে মার্টিন আরও বলেছেন, ‘আমি মনে করি, নির্দিষ্ট উপায়ে নিজের সম্প্রদায়কে (সমকামী সম্প্রদায়) সম্মানিত করার চেষ্টা করব। আমি এটা সম্মানের সঙ্গেই করব। আমি এটা নিশ্চিত করব যে, এটা স্বাভাবিক বিষয় যে একজন সমকামী খেলোয়াড় বিশ্বকাপে অংশ নিতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে না এবং আমাকে সম্মান করা দরকার।’ 

কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলে মার্টিন আরও বলেছেন, ‘আমার মনে হয় না শুধু সমকামী সম্প্রদায়ই আয়োজন দেশের অনুমোদন পাওয়া নিয়ে ভাবছে। আমার ধারণা, কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে আরও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।’ 

তবে বিশ্বকাপে যাওয়ার সিদ্ধান্ত নিলেও নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্টিন। সবকিছু অবশ্য এখনো নির্ভর করছে তাঁর বিশ্বকাপ দলে ডাক পাওয়ার ওপর।

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী