হোম > খেলা > ফুটবল

‘দানব’ মার্তিনেজকে নিয়ে বলার ভাষা হারিয়ে ফেলেছেন আর্জেন্টাইন ফুটবলার

আর্জেন্টিনা ম্যাচ জিতলে বেশির ভাগ সময়ই পাদপ্রতীপের আলোয় চলে আসেন এমিলিয়ানো মার্তিনেজ। যেভাবে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তাঁকে ফাঁকি দিয়ে গোল করা যেন এক রকম অসম্ভব হয়ে যায়। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

টাইব্রেকারে যাওয়া মানেই আর্জেন্টিনার জয়—গত কয়েক বছর মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ডে বেশ পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফুটবল বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও নকআউট পর্বের বৈতরণী পার হয়েছে মার্তিনেজের ডানায় চড়ে। বাজপাখি মার্তিনেজকে বিশ্বের সেরা গোলরক্ষক বলেছেন লিওনেল মেসি।

মার্তিনেজকে সামলানোর জন্য যেন এখন কানাডাকে আলাদা করে হোমওয়ার্ক করতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। সেমির আগে মার্তিনেজ প্রশংসা কুড়িয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেরও। ম্যাক অ্যালিস্টার বলেন, ‘দিবু আসলে জন্তু। তাকে নিয়ে বলার কিছু নেই। আমাদের জন্য এমনটা সে অনেকবার করে দেখিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে এক দৃঢ় চরিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা হয়েছিল সমানে সমানে। মূল ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে লিওনেল মেসি প্রথম শটটা মিস করেছেন। তবে ‘বাজপাখি’ মার্তিনেজ থাকলে প্রতিপক্ষের গোল দেওয়া কি এতই সহজ? ইকুয়েডরের প্রথম দুই গোল দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোলরক্ষকের প্রশংসায় ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আপনি চিন্তা করবেন যে গোল করতে হবে। সেক্ষেত্রে পরিস্থিতিটা আমাদের জন্য একটু ভিন্ন ছিল যখন পেনাল্টিতে গেলাম। দুই পেনাল্টি যখন সে ঠেকিয়ে দিল, তখন বদলে গেল। স্নায়ুর চাপ সব সময় থাকে। কিন্তু দিবু প্রত্যেক রাউন্ডের আগে সব সময় বলে যে একটি অথবা দুটি গোল সে বাঁচাবে। এটা আমাদের তৃপ্তি দেয়।’

কানাডার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে দেখা গেছে আর্জেন্টিনা দলকে। মেসি, নিকোলাস তাগলিয়াফিকো, এমি মার্তিনেজসহ অনেকেই ছিলেন অনুশীলন সেশনে। ম্যাচের মতো অনুশীলন পর্বেও মার্তিনেজকে বেশ চটপটে দেখা গেছে। অনুশীলনের ফাঁকে মার্তিনজ বলেছেন, ‘আরও একবার এবং আমরা ফাইনালে।’ বাজপাখি গোলরক্ষকের কথা যে আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে, সেটা না বললেও চলছে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক