হোম > খেলা > ফুটবল

পিএসজির লক্ষ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা, দুবাইয়ে মেসি

চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্যেই প্রতি মৌসুমে একের পর এক তারকাকে দলে ভিড়িয়ে আসছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু এখনো ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি ফরাসি জায়ান্টদের। তাতেও ক্ষান্তি দেননি ক্লাবটির মালিকেরা। এই মৌসুমে তো লিওনেল মেসিকে দলে টেনেছে ক্লাবটি। 

গত মৌসুমে সেমিফাইনালে ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন ভঙ্গ হয় পিএসজির। এবারের মৌসুমে শেষ ষোলোয় আছে তারা। গত পরশু হয়ে যাওয়া শেষ ষোলোর ড্রয়ে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মরিসিও পচেত্তিনোর দল। এবারও যে লক্ষ্য পূরণে কঠিন পথ পাড়ি দিতে হবে, জানেন মেসি। সেই কঠিন পথে প্রথম বাধা রিয়ালের মতো কঠিন প্রতিপক্ষ। 

মৌসুমের বিরতিতে দুবাইয়ে এসে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য নিয়ে কথা বলেছেন মেসি। দুবাই এক্সপো-২০২০ পরিদর্শনে এসে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘পিএসজির লক্ষ্যই হলো চ্যাম্পিয়নস লিগ জেতা। দলের সব খেলোয়াড়েরও অভিন্ন লক্ষ্য। আগে শিরোপা জয়ের খুব কাছে গিয়েছিল দলটি। সব খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা এটি জিততে চেষ্টা করব।’ 

নাটকীয়ভাবে বার্সা ছেড়ে এই মৌসুমে পিএসজিতে আসেন মেসি। প্রসঙ্গটা আবার উঠতেই মেসি জানালেন, ‘এটা অনেক বড় একটা পরিবর্তন। একটা জায়গায় অনেক দিন থাকার পর অন্য জায়গায় এসে থাকাটা সহজ নয়। তবে সুন্দর একটি শহরে (প্যারিস) বিশ্বের অন্যতম সেরা একটি দলের সঙ্গে আমরা খুব ভালো করছি।’ 

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ