হোম > খেলা > ফুটবল

‘মিয়ামিতে প্রতিযোগিতা করতেই আসছে মেসি-বুসকেতস’

লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো। 

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান মেসি। দুই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয় এ বছরই। আর বুসকেতস ২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন। বার্সায় তিনি খেলা শুরু করেন ২০০৫ থেকে। মেসি, বুসকেতস দুজনের গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক চুক্তিটাই বাকি। 

অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। মেসি, বুসকেতস বার্সেলোনায় খেলে জিতেছেন একের পর এক শিরোপা। লা লিগা মেসি জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস। অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। এ ছাড়া মেজর লিগ ক্লাব আটলান্টা ইউনাইটেডেও তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মার্টিনো বলেন, ‘সফলতা ও কীভাবে আরও ভালো প্রতিযোগিতা করা যায় তা নিয়েই লিও ও সার্জিওর সঙ্গে কথা বলেছি। মাঝেমধ্যে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা ছুটি কাটাতে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা প্রতিযোগিতা করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করবে না এমন ফুটবলার তারা না।’

চলতি মৌসুম থেকে ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই ফুটবল লিগ। ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ২৯ ক্লাব। ইস্টার্নে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্নে। ইস্টার্নের ১৫ ক্লাবের মধ্যে মিয়ামি আছে ১৫ নম্বরে। তবু আশা হারাচ্ছেন না মার্টিনো। মিয়ামি কোচ বলেন, ‘আমি বেশ আশাবাদী। অবশ্যই অনেক কাজ করার আছে। অন্যান্য টুর্নামেন্টেও দল বেশ উপভোগ করছে এবং ভালোই প্রতিযোগিতা করছে।’

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ