ঢাকা: পরশু এক ঘোষণায় সভাপতি হুয়ান লাপোর্তা নিশ্চিত করেছিলেন রোনাল্ড কোমান বার্সেলোনাতেই থাকছেন। কোমানের সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তি বাড়িয়েছে বার্সা। চুক্তি বাড়ানোর খবরে স্বস্তি ঝরেছে বার্সা কোচের কণ্ঠে।
গত কয়েক মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। এ মৌসুমেও অবস্থার কোনো পরিবর্তন না দেখে কিকে সেতিয়েনকে সরিয়ে দুই বছরের চুক্তিতে কোমানকে নিয়ে আসে কাতালান ক্লাবটি। মৌসুমে একটিমাত্র ট্রফি কোপা দেল রে জিতলেও চ্যাম্পিয়নস লিগ, লিগ শিরোপা দুটোই হাতছাড়া হয়েছে।
মৌসুম শেষের আগ থেকেই তাই কোমানের ছাঁটাই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও পরশু বার্সা সভাপতি জানিয়েছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তাঁকে (কোমান) সুযোগ দিতে চান। সেজন্যই এক বছরের চুক্তি বাড়ানো হয়েছে।
নতুন চুক্তির খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন কোমান, ‘আমি বলতে স্বস্তি বোধ করছি যে খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই এখন আগামী মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিতে পারবো।’ মৌসুম শেষের পর কয়েক সপ্তাহ দুশ্চিন্তায় কেটেছে বলেও জানিয়েছেন এই ডাচ কোচ। লাপোর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমাকে সমর্থন দেওয়ায় তাঁকে ধন্যবাদ। আর পেছনে ফিরে না তাকিয়ে তাই নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার কথা বলেছেন কোমান, ‘সবার লক্ষ্য এখন একটাই, বার্সাকে জয়ের পথে ফেরানো আর শিরোপা জেতা।’