হোম > খেলা > ফুটবল

বার্সা হারলে রাতেই রিয়ালের শিরোপা নিষ্পত্তি

নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে! 

আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে। 

তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না। 

শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে? 

তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক