হোম > খেলা > ফুটবল

এবার ইউটিউব চ্যানেল খুলে মেসিকে টেক্কা দিলেন রোনালদো   

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একে অপরের যে কত রেকর্ড ভেঙেছেন, তাঁর কোনো সীমা নেই।  মাঠের ফুটবলের পাশাপাশি তাঁদের প্রতিযোগিতা রয়েছে সামাজিক মাধ্যমেও। রোনালদো এবার ইউটিউব চ্যানেল খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়িয়ে গেছেন মেসিকে।

ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম— সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে আগেই অ্যাকাউন্ট খুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে অনুসরণ করেন কোটি কোটি ফুটবলপ্রেমী।  এবার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করেছেন রোনালদো। চ্যানেল খোলার পর আজ দুপুর পর্যন্ত ‘ইউআর ক্রিস্টিয়ানো’র সাবস্ক্রাইবার হয়েছে ১ কোটি ৫২ লাখ। অন্যদিকে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার  এখন পর্যন্ত ২৩ লাখ ২০ হাজার।

কদিন আগে ইনস্টাগ্রাম লাইভে চমক দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। সেই চমক যে এমন কিছু হবে, খুব কম ভক্তই অনুমান করতে পেরেছিলেন। ইউটিউব চ্যানেল খোলার পর একের পর এক ভিডিও ছাড়ছেন তিনি। এরই মধ্যে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে এরই মধ্যে ১৯ ভিডিও আপলোড করা হয়েছে। অন্যদিকে ‘লিও মেসি’ চ্যানেলে আপলোড হয়েছে ২০৭ ভিডিও। যেখানে ২০২১ সাল থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মাত্র তিনটি ভিডিও পোস্ট করেছেন। এই তিন বছরে মেসি আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা রয়েছে।যার মধ্যে রয়েছে ২০২২ ফুটবল বিশ্বকাপ।যেটা জিতে আর্জেন্টাইনদের দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘোচান তিনি।

মেসি, রোনালদো দুজনেই গত বছর ইউরোপ শেষে পাড়ি জমান অন্য মুলুকে। পিএসজি ছেড়ে মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। এরই মধ্যে মার্কিন ক্লাবটির হয়ে লিগস কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে খেলছেন সৌদি আরবের আল নাসরে। সৌদি ক্লাবটির জার্সিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন গত বছরই। তবে আল হিলালের কাছে হেরে কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা খুইয়েছে রোনালদোর আল নাসর। 

আরও পড়ুন:

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে