হোম > খেলা > ফুটবল

‘ ভারত ও আফগানিস্তান এত ভালো দল না’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়টা হাতের মুঠো থেকে ছুটে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জমলেও শেষ পর্যন্ত হারই হয়েছে সঙ্গী। অতীত ভেবে আর কী হবে! কাতার বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে আবার ভারত ও আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য প্রতিপক্ষকে খুব শক্তিশালী বলতে রাজি নন।

কাতারে আগামী ৩ জুন বাংলাদেশ প্রথমেই পাচ্ছে আফগানদের। ভারতের বিপক্ষে ম্যাচ ৭ জুন। ১৫ জুন প্রতিপক্ষ ওমান। বাছাইপর্বের এই তিন ম্যাচ সামনে রেখে ঈদের ছুটি শেষে কাল হোটেল ইন্টারকন্টিনেন্টালের আবাসিক ক্যাম্পে যোগ দিয়েছেন ৩২ ফুটবলার।

‘ই’ গ্রুপে ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম লেগে দুশানবেতে ১-০তে আফগানিস্তানের কাছে হারলেও তুলনামূলক বেশি সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভাগ্যের সহায়তা পাননি জামালরা। দুবার বল বারে লাগায় সমতায় আর ফেরা হয়নি। পরের মাসে সল্টলেকের যুব ভারতীতে সাদ উদ্দিনের গোলে ৪২ মিনিটে এগিয়ে যাওয়া। কিন্তু শেষটায় লাল-সবুজদের হতাশ করে ৮৮ মিনিটে সমতায় ফিরেছিল ভারত। ওমানের কাছে তাদের মাটিতে বাংলাদেশের হার ৪-১ গোলে।

দ্বিতীয় লেগে তিন দলের বিপক্ষেই ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। করোনায় এখন সবগুলোই কাতারে গিয়ে খেলতে হবে লাল-সবুজদের। বিদেশে খেললেও আফগানিস্তান ও ভারতকে দেখিয়ে দেওয়ার প্রত্যয় জামালের, ‘ভারত ও আফগানিস্তান প্রায় সমান সমান। আমি আশা করছি ভালো একটা লড়াইয়ের। হয়তো আমরা জিততেও পারি, কারণ ভারত ও আফগানিস্তান এত ভালো দল না।’

তাহলে কোথায় পিছিয়ে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘ভাগ্য। পুরোপুরি দুর্ভাগ্য। আফগানিস্তানের বিপক্ষে আমাদের অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। আর ভারত একেবারে শেষ সময়ে গোল করেছে। এটা পুরোপুরি দুর্ভাগ্য। প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই এক। হয়তো ওরা বল বেশি পাবে কিন্তু পাল্টা আক্রমণে আমরাই এগিয়ে।’

১০ মে শুরু হওয়ার কথা ছিল আবাসিক ক্যাম্প। দুই দিন ক্যাম্প চলে থেমে যায় খেলোয়াড় নিয়ে বসুন্ধরা-বাফুফের টানাটানিতে। সংশয় থাকলেও কাল ক্যাম্পে উঠেছেন বিশ্বনাথ ঘোষ বাদে বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার। চোটে পড়ে বিশ্বনাথের কাতারে যাওয়ার সম্ভাবনা নেই।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই