হোম > খেলা > ফুটবল

নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলে ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলো। অর্থাৎ, ওই বছর থেকে ব্রাজিল-আর্জেন্টিনাও খেলবে ইউরোপের নেশনস লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহসভাপতি জিবিনিউ বনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।

শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ের মতো দলগুলো। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে; তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে ৷ উয়েফা শীর্ষ ২২ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘বি’।

উয়েফা সহসভাপতি পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।’ 

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) ও লাতিন আমেরিকা (কনমেবল) মূলত ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফাকে চাপে ফেলতে এবার এক জোট হয়েছে।

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের