হোম > খেলা > ফুটবল

বিপক্ষ দল খেলা শেষের আগে মাঠ ছাড়ায় জয়ী রোমানিয়া

ছবি: এএফপি

সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের কারণে জরিমানা ও তিরস্কার শুনতে হয়েছে রোমানিয়া ফুটবল ফেডারেশনকে (এফআরএফ)। রোমানিয়ান সমর্থকদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে গত শুক্রবার নেশনস লিগের ম্যাচ শেষ না করেই ছেড়েছিল কসোভো। ম্যাচের ফল তাৎক্ষণিক ঘোষণা না করলেও অবশেষে বিচার-বিবেচনার পর রোমানিয়াকে বিজয়ী ঘোষণা করল উয়েফা।

সেদিন যোগ করা সময়ের খেলা চলছিল। গোলশূন্য ড্রয়ের পথেই ছিল ম্যাচ। কিন্তু তীব্র বৈষম্যমূলক আচরণে ধৈর্য ধরে রাখতে পারেননি কসোভোর ফুটবলাররা। ম্যাচ শেষ না করেই ছাড়লেন মাঠ। বুখারেস্টে গত শুক্রবার নেশনস লিগের ‘সি’ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে সাক্ষাৎ হয়েছিল দল দুটি। খেলা শেষের আগে মাঠ ছাড়ায় রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রোমানিয়ান সমর্থকেরা ম্যাচ চলাকালে সার্বিয়াপন্থী স্লোগান দেয় বলে অভিযোগ করেছে কসোভো। প্রতিপক্ষের এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে রোমানিয়া। উয়েফা অবশ্য কঠোর সিদ্ধান্ত নিয়েছে, বৈষম্যমূলক আচরণ ও দলের অশোভন আচরণসহ একাধিক অভিযোগে রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে।

রোমানিয়ার নিজেদের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দিয়েছে ইউরো ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। শাস্তি পেয়েছে কসোভোও। ম্যাচ শেষ না করে মাঠ ছাড়ার তাদের পরাজয় হওয়ার পাশাপাশি উয়েফা দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে।

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি