হোম > খেলা > ফুটবল

ইউরো শেষেই বিদায় নিচ্ছেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা

নিজের দেওয়া কথাটাই রাখতে যাচ্ছেন অলিভিয়ের জিরু। গত বছর ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা জানিয়েছিলেন, ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। আজ আবারও সেই সিদ্ধান্তের কথাই জানালেন জিরু।

নিজের বিদায়ের বিষয়ে লেকিপকে জিরু বলেছেন, ‘ফ্রান্সের জার্সিতে এবারের প্রতিযোগিতাটাই আমার ক্যারিয়ারে শেষ। দলকে অনেক মিস করতে যাচ্ছি। তরুণদের সুযোগ দিতে আমাদের জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন।’

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোয় ফ্রান্স দলে নিজের জায়গাও ধরে রেখেছেন জিরু। তাই নিশ্চিতভাবেই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট রাঙিয়ে দিতে চাইবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে ক্লাব ফুটবল আরও কয়েক বছর চালিয়ে যাবেন। সেই লক্ষ্যে ক্যারিয়ারের গোধূলিলগ্নে আসায় ইউরোপীয় ফুটবল ছেড়ে মেজর লিগ সকারে যোগ দিতে যাচ্ছেন এসি মিলানের ফরোয়ার্ড। আগামী শনিবার সালেরনিতানার বিপক্ষে এসি মিলানের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। এমএলএসের দল লস অ্যাঞ্জেলেসের সঙ্গে ইতিমধ্যে দেড় বছরের চুক্তিও সেরে রেখেছেন তিনি।

ফ্রান্সের হয়ে ২০১১ সালে ক্যারিয়ার শুরু করা জিরু বিদায় নিচ্ছেন দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি নিয়েই। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে ১৩১ ম্যাচে ৫৭ গোল করেছেন তিনি। ইউরোতে সংখ্যাটা বাড়ানোর সুযোগ পাচ্ছেন।

কাতার বিশ্বকাপে ফ্রান্স চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্য আন্তর্জাতিক ফুটবলকে তখনই বিদায় বলে দিতেন জিরু। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতায় পরে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স সদস্য। পরে সতীর্থদের জানিয়েছেন এবারের ইউরো খেলেই অবসরে যাবেন তিনি।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান