হোম > খেলা > ফুটবল

বায়ার্ন মিউনিখকে এবার চ্যালেঞ্জ জানাবে কে

ক্রীড়া ডেস্ক    

এবার বুন্দেষলিগায় শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে হ্যারি কেইনের বায়ার্ন মিউনিখ। ছবি: এএফপি

মাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।

কারা ফেবারিট

বাজির দর অনুযায়ী বায়ার্ন মিউনিখই ফেবারিট। বায়ার্নের পক্ষে ১ ইউরো বাজি ধরলে, আর বায়ার্ন জিতলে আপনি পাবেন ১.৩০ ইউরো। বায়ার্নের তুলনায় গত মৌসুমের রানার্সআপ লেভারকুজেন, ডর্টমুন্ড কিংবা লাইপজিগ অনেকটাই পিছিয়ে। ফুটবল পণ্ডিতরাও এগিয়ে রাখছেন বায়ার্নকেই।

উঠে এসেছে

হামবুর্গ ও কোলন। দুই দলের রয়েছে বড় সমর্থকগোষ্ঠী। কোলনের দেড় লাখের বেশি এবং হামবুর্গের সোয়া লাখের বেশি সদস্য রয়েছে, যা জার্মানির চতুর্থ ও পঞ্চম সর্বাধিক সদস্য সংখ্যার ক্লাব। ২০২৪-২৫ মৌসুমে হামবুর্গের ১৭টি হোম ম্যাচের ১৩ টিতেই স্টেডিয়াম ছিল দর্শকে পূর্ণ, কোলনের ১১টি হোম ম্যাচ ছিল দর্শকে ঠাসা।

যে বিদেশিরা এসেছেন

গ্রীষ্মকালীন উইন্ডোয় বুন্দেসলিগার ব্যয়বহুল চুক্তিটি লুইস দিয়াজের সঙ্গে করেছে বায়ার্ন। লিভারপুল থেকে কলম্বিয়ান এই ফরোয়ার্ডকে টানতে দলটিকে খরচ করতে হয়েছে ৭০ মিলিয়ন ইউরো। লেভারকুজেনে যোগ দিয়েছেন ডাচ গোলরক্ষক মার্ক ফ্লেকেন। আইন্দহোফেন থেকে তারা দলে ভিড়িয়েছে মার্কিন মিডফিল্ডার মালিক টিলম্যানকেও। ডর্টমুন্ডে যোগ দিয়েছেন জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। এবারই প্রথমবারের মতো বুন্দেসলিগা খেলবেন তিনি।

নতুন নিয়ম

আগে যে নিয়মগুলো পরীক্ষামূলকভাবে চালু ছিল, সেসব নতুন মৌসুমের বুন্দেসলিগায় স্থায়ী আইন হিসেবে কাজ করবে। যার একটু—রেফারির সিদ্ধান্ত নিয়ে শুধু দলের অধিনায়কই বিতর্ক করতে পারবেন। এ ছাড়া গোলরক্ষকেরা এখন আর ৬ সেকেন্ড নয়, ৮ সেকেন্ড পর্যন্ত বল হাতে ধরে রাখতে পারবেন। ৮ সেকেন্ড শেষেও বল না ছাড়লে প্রতিপক্ষকে কর্নার দেওয়া হবে।

ছবি: আজকের পত্রিকা গ্রাফিক্স

খেলার বিরতি (গোল উদ্যাপন, বদলি, ইনজুরি) থেকে যে সময় নষ্ট হয়, তা এখন আরও কড়াকড়িভাবে যোগ করা হবে। পেনাল্টির নিয়মেও এসেছে পরিবর্তন। যদি কোনো খেলোয়াড় শট নিতে গিয়ে বল দুবার স্পর্শ করে এবং বল জালে জড়িয়ে দেয়, তাহলে পুনরায় পেনাল্টি নিতে হবে। আর গোল না হলে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি-কিক দেওয়া হবে।

আর কী পরিবর্তন

ফেয়ার-প্লে কার্যকর করতে ম্যাচ শুরুর ৭০ মিনিট আগে রেফারি দুই দলের কোচ ও অধিনায়কের সঙ্গে বসবেন। প্রতিটি ম্যাচে ভিডিও রিভিউর পর রেফারি নিজেই পিএ সিস্টেমে সিদ্ধান্ত ঘোষণা করবেন। এ ছাড়া সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি চালু হবে। হাই-রেজল্যুশন ক্যামেরার তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্লেষণ করে খেলোয়াড়দের সঠিক অবস্থান নির্ধারণ করবে। সিদ্ধান্ত ভিএআর রেফারিকে জানাবে, তবে মাঠের মূল রেফারির হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে।

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক