হোম > খেলা > ফুটবল

মেসির ভেলকিতে সেমিফাইনালের টিকিট কাটল পিছিয়ে পড়া মায়ামি

ক্রীড়া ডেস্ক    

জোড়া গোলে ইন্টার মায়ামিকে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে তুললেন লিওনেল মেসি। ছবি: এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।

বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-এলএএফসি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এই ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠল মায়ামি।

চেজ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় এলএএফসি। ৯ মিনিটে নাথান অর্দাজের কর্নার থেকে পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এলএএফসি ডিফেন্ডার অ্যারন লং। পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়াতে প্রতি আক্রমণে খেলা শুরু করে এলএএফসি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ৩৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বাঁ পায়ের শটে সমতাসূচক গোল করেন মেসি।

ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসি-লুইস সুয়ারেজদের। ৬১ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে গোল করেন মায়ামি মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো। শেষভাগে এসে আরও ব্যবধান বাড়ায় মায়ামি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেই দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত মেসিরাই হয়ে ওঠেন সেমিফাইনালে।

মেসি আজও মায়ামির শুরুর একাদশে থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এর আগে গত ৩ এপ্রিলও পুরো ৯০ মিনিট খেলেছিলেন এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। তবে সেবার একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। মায়ামি সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এক সপ্তাহ পর আজ মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মায়ামি।

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার

তোপের মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতলেন দেম্বেলে

মেসির সফরে বিশৃঙ্খলা, পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী

ফিফা দ্য বেস্টের পুরস্কার উঠছে কার হাতে

মেসি ভারতে আর কত দিন থাকবেন

মেসিকে বিশ্বকাপের টিকিট উপহার দিলেন জয় শাহ

পেছাল কিংস-মোহামেডান ম্যাচ