হোম > খেলা > ফুটবল

চেলসি ফুটবলারের মুখে লেজার লাইট মেরে গ্রেপ্তার দর্শক 

খেলোয়াড়দের মনযোগ বিঘ্ন করতে দর্শকরা প্রায়ই দুয়োধ্বনি, শিস দেওয়া সহ মাঠে বিভিন্ন বস্তুও ছুঁড়ে থাকেন। আর গতকাল চেলসির ফুটবলার মিখাইলো মুদ্রিকের মুখে লেজার লাইট মেরেছেন এক দর্শক। এমন ঘটনায় ২১ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্সেনাল-চেলসি। ম্যাচের ৭১ মিনিটে এনজো ফার্নান্দেজের বদলি হিসেবে নামেন মুদ্রিক। মাঠে নামার পর মুদ্রিকের মুখে সবুজ আলো মারেন এক দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তার করে পুলিশ। আর্সেনাল তাদের অফিশিয়াল সাইটে লিখেছে, ‘এ ধরনের আচরণ খুবই ভয়ংকর এবং অগ্রহণযোগ্য। আমরা পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে পূর্ন সমর্থন দেব। আমরা অবশ্যই এই ঘটনায় কঠিন ব্যবস্থা নেব।’ যদিও ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রামে ‘ইটস ওকে’ বলে পোস্ট করেন মুদ্রিক। 

এই ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগার্ড আর এক গোল করেছেন গ্যাব্রিয়াল হেসুস। চেলসির একমাত্র গোল করেন ননি মাদুয়েকে। 

গত জানুয়ারিতে শাখতার দনেৎস্ক থেকে প্রায় ১২০০ কোটি টাকায় চেলসিতে যোগ দিয়েছেন মুদ্রিক। ১৪ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পায়নি এই ফরোয়ার্ড। নিজের হতশ্রী পারর্ফম্যান্সের সঙ্গে চলতি মৌসুমে দলের অবস্থাও যাচ্ছে তাই। ৩৩ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১২ নম্বরে আছে চেলসি। অন্যদিকে চেলসির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু

রোনালদো-জাদুতে আল নাসরের ইতিহাস

দিয়াবাতের পেনাল্টি মিস, কিংসকে হারাতে পারেনি আবাহনী