হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ দল থেকে এক ধাপ দূরে সমিত সোম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জার্সিতে খেলতে আর বেশি অপেক্ষা করতে হবে না সমিত সোমকে। ছবি: এক্স

বাংলাদেশের লাল সবুজ জার্সি পরতে সমিত সোম কেবল এক ধাপ দূরে। ফিফার প্লেয়ার্স কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন কানাডাপ্রবাসী এই ফুটবলার।

কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে সমিত যে ছাড়পত্র পেয়েছেন, সেটা ১ মে দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। কবে বাংলাদেশের পাসপোর্টটা সমিত হাতে পাবেন, সেটা নিয়েই ছিল অপেক্ষা। অবশেষে আজ আজকের পত্রিকাকে বাফুফে সহসভাপতি নিশ্চিত করেছেন সমিতের পাসপোর্ট পাওয়ার কথা।

সমিতের পাসপোর্ট যেহেতু হয়ে গেছে, একমাত্র প্রক্রিয়া হিসেবে বাকি ফিফার অনুমতি পাওয়া। আজকের পত্রিকাকে ফাহাদ এই ব্যাপারে বলেছেন, ‘জ্বি, জ্বি। চেষ্টা করব শিগগিরই।’ ফাহাদ প্রসঙ্গক্রমে হামজা চৌধুরীর নামও বলেছেন। ইংল্যান্ড প্রবাসী হামজার বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়েছে এ বছরের ২৫ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের সেই ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

সমিতের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া চলতি বছর হংকংয়ের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষ ঘরের মাঠে একটি ম্যাচ খেলার কথা রয়েছে। এ বছরের মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজার।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল