হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার ফার্নান্দেজকে ১৪০০ কোটিতে কিনতে চায় চেলসি

দল বদলের মৌসুমে তারকা খেলোয়াড়দের নিয়ে নানা রকম গুঞ্জন চলে। কে কোন দলে যাবেন, কার দাম কেমন উঠতে পারে, তা নিয়ে চলে আলোচনা। তেমনই এক আলোচনায় এসেছেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে ১০৫.৬ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ১৩৮৯ কোটি টাকা) কেনার প্রস্তাব দিয়েছে চেলসি।

২০২২ সালে রিভারপ্লেট থেকে বেনফিকায় গিয়েছিলেন ফার্নান্দেজ। একই বছর ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপের তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

ফার্নান্দেজের আগে চেলসি অনেক খেলোয়াড়কেই দলে ভিড়িয়েছে। মিখাইলে মুদ্রিক, ননি মাদুয়েকে, দাভি দাত্রো, আন্দ্রে সান্তোস, বেনোইত বাদিয়াশেলি ও মালো গুস্তোকে স্থায়ী চুক্তিতে কিনেছে ব্লুজরা। আর হোয়াও ফেলিক্সকে আতলেতিকো মাদ্রিদ থেকে ধারে কিনেছে চেলসি। যদি ফার্নান্দেজকে চেলসি ১৩৮৯ কোটি টাকায় কিনতে পারে, তাহলে তিনি হবেন ব্রিটিশ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সাইনিং। এই তালিকায় শীর্ষে আছেন জ্যাক গ্রিয়ালিশ। ২০২১ সালে ইংলিশ এই লেফট উইঙ্গারকে অ্যাস্টন ভিলা থেকে ১৩১৫ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। 

ব্রিটিশ ফুটবলে সর্বোচ্চ দামে সাইনিং করা খেলোয়াড় (বাংলাদেশি টাকায়) 
খেলোয়াড়                ট্রান্সফার ফি            বছর        ক্লাবে এসেছেন               ক্লাব ছেড়েছেন 
১. জ্যাক গ্রিয়ালিশ     ১৩১৫ কোটি         ২০২১     ম্যানচেস্টার সিটি             অ্যাস্টন ভিলা
২. রোমেলু লুকাকু      ১২৮২ কোটি         ২০২১          চেলসি                    ইন্টার মিলান
৩. পল পগবা            ১১৭০ কোটি         ২০১৬  ম্যানচেস্টার ইউনাইটেড        জুভেন্টাস
৪. আন্তোনি              ১০৭৮ কোটি        ২০২২    ম্যানচেস্টার ইউনাইটেড      আয়াক্স 
৫. হ্যারি ম্যাগুয়ার      ১০৫২ কোটি        ২০১৯    ম্যানচেস্টার ইউনাইটেড     লেস্টার সিটি
৬. রোমেলু লুকাকু       ৯৮৬ কোটি         ২০১৭    ম্যানচেস্টার ইউনাইটেড     এভারটন 
৭. ভার্জিল ফন ডাইক   ৯৮৬ কোটি        ২০১৭     লিভারপুল                    সাউদাম্পটন
৮. জ্যাডন সানচো       ৯৬০ কোটি       ২০২১       ম্যানচেস্টার ইউনাইটেড      বরুশিয়া ডর্টমুন্ড

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

রিয়ালের বিপক্ষে গোল করা গোলরক্ষক এখন ‘ল্যুভর জাদুঘরে’

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

হেরে অপেক্ষায় রিয়াল, শেষ আটে বার্সার সঙ্গী কারা

প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে বাফুফের দল ঘোষণা

ঢাকার ওয়ান্ডারার্সে ফরাসি সৌরভ ছড়াতে চান লোঁর

শেষ রাউন্ডে কার কী দরকার