হোম > খেলা > ফুটবল

দুর্নীতি রুখে দেওয়ার ঘোষণা বাফুফে সভাপতির

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বাফুফে

সভাপতি নির্বাচিত হওয়ার পর আজই প্রথম বাফুফেতে এলেন তাবিথ আউয়াল। এসেই ফেডারেশনকে দুর্নীতিমুক্ত করার বার্তা দিয়েছেন নতুন সভাপতি।

বিকেলে একেক করে বাফুফে ভবনে আসতে থাকেন নির্বাচিত সদস্যরা। সবশেষে আসেন তাবিথ। এসেই নতুন কমিটির সদস্যদের নিয়ে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেন তাঁরা। কদিন আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপ বিজয়ী ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন কমিটির সদস্যরা। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বেই নীতিনৈতিকতা এবং দুর্নীতিমুক্তের কড়া ঘোষণা দেন তাবিথ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘এটা মূলত পরিচয় পর্ব। নির্বাচিত হওয়ার পর প্রথমবার বাফুফে সভাপতি ও আমরা ফেডারেশনে এলাম। সবাই সবার সঙ্গে পরিচিত হলাম। তবে সভাপতি একটা বিষয়ে জোর দিয়েছেন, কোনোভাবেই ফুটবলে দুর্নীতি চলবে না। তিনি সতর্ক করেছেন, বিগত কমিটির সময়ে যেসব নিয়ে বিতর্ক ছিল, সেগুলো যেন আর না হয়।’

সংবাদ সম্মেলনেও তাবিথের কথায় সে আভাস মিলল, ‘জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি এবং ফিফার নিয়ম মেনে চলে। সে ক্ষেত্রে নৈতিক মানগুলো কী, আমাদের আইন কী, মূল্যবোধটা কোথায়—এসব আমাদের অবশ্যই জানা দরকার। আমরা কখনো চাইব না, এই মানের ব্যত্যয় ঘটুক কিংবা কেউ নৈতিকতার বাইরে গিয়ে কিছু করুক। পাশাপাশি যাতে কখনো কোনো আইনি সমস্যায় পড়তে না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’

সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফে সম্মাননা দেবে কি না, এ প্রসঙ্গে কথা বলেন তাবিথ। তবে আজ স্পষ্টভাবে কিছু জানাননি তিনি। আগামী শনিবার প্রথম নির্বাহী কমিটির বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা আসবে জানিয়ে তিনি বলেন, ‘তারা দারুণ সাফল্য বয়ে এনেছে। বাফুফে থেকে অবশ্যই একটা ঘোষণা থাকবে। সেটা শনিবার আমাদের প্রথম সভার পরই হবে।’

গুরুতর ভুলের পর আর্জেন্টিনা কোচের কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

মায়ামিতে লক্ষ্য পূরণ করে ২ বন্ধুকে নিয়ে মেসির আবেগঘন বার্তা

ব্রাজিল-আর্জেন্টিনার কাছে কেন ‘১৫ জুলাই’ বিশেষ দিন হয়ে উঠতে পারে

ইউরোপিয়ান ফুটবলে জোড়া হ্যাটট্রিকের রাত

মেসির জোড়া অ্যাসিস্ট, ইতিহাস গড়ে এমএলএসে চ্যাম্পিয়ন মায়ামি

বিশ্বকাপে কার খেলা কবে দেখে নিন

বোয়াটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর হোঁচট

বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ না, মনে করেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপে ‘মৃত্যুকূপে’ ফ্রান্স, এমবাপ্পে-হালান্ড লড়াইয়ের অপেক্ষা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ, যদি...