হোম > খেলা > ফুটবল

রিয়ালেই থাকুক আনচেলত্তি, পেরেজের চাওয়া

কার্লো আনচেলত্তি পুনরায় দায়িত্ব নেওয়ার পরই বদলে যেতে শুরু করছে রিয়াল মাদ্রিদ। একের পর এক শিরোপা আসছে রিয়ালের ক্যাবিনেটে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চাওয়া, আনচেলত্তি যেন ক্লাবটির কোচ হিসেবেই থেকে যান। 

সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে গতকাল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-ওসাসুনা। রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের শিরোপা জেতে রিয়াল। রিয়ালের ইতিহাসে ২০ তম কোপা দেল রে শিরোপা। ৯ বছর পর এই শিরোপা জিতল তারা। আর ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের পর চলতি বছরে দ্বিতীয় শিরোপা জিতল আনচেলত্তির দল। ক্লাবটির সঙ্গে আনচেলত্তির চুক্তিও আছে ২০২৪ পর্যন্ত। তারপরও রিয়ালে তিনি থাকছেন কি থাকছেন না, সে প্রসঙ্গে প্রায়ই হয় আলাপ-আলোচনা। এই প্রসঙ্গে পেরেজ বলেন, ‘আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না। তার চুক্তি করা আছে এবং আমরা সবাই খুশি। আমি বেশ খুশি। প্রতিবার শিরোপা জেতাই খুশি হওয়ার কারণ। সব শিরোপাই এসেছে কঠোর পরিশ্রম ও সাধনার ফলে। ওসাসুনা যে মৌসুম কাটাচ্ছে, সে জন্য তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি।’ 

রিয়ালে এই নিয়ে দ্বিতীয় দফায় কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন আনচেলত্তি। দুই দফায় তাঁর অধীনে ২২৯ ম্যাচ খেলেছে রিয়াল। সব মিলিয়ে ক্লাবটির হয়ে দশম শিরোপা জিতেছেন তিনি।

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ