শেষ হয়েও হলো না শেষ! লিওনেল মেসি-বার্সেলোনার সম্পর্কের গল্পটা প্রতি মুহূর্তেই রূপ বদলাচ্ছে। যখন থাকার কথা তখন আসল বিদায়ী ঘোষণা, যখন চলছে যাচ্ছেন তখন শোনা যাচ্ছে থেকে যাওয়ার গুঞ্জন। অথচ বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সার সঙ্গে সম্পর্কের ইতিও টেনে ফেলেছেন মেসি। যখন আর কোনো নাটকীয়তাই সম্ভব বলে মনে হচ্ছে না, তখন আর্জেন্টিনা ও স্পেনের কিছু সংবাদমাধ্যম বলছে মেসিকে ধরে রাখার শেষ চেষ্টা করছে স্প্যানিশ ক্লাবটি।
এ জন্য মেসিকে নাকি নতুন চুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। স্প্যানিশ চ্যানেল বেতেভে এই খবরটি সবার সামনে নিয়ে এসেছে। চ্যানেলটির অনুষ্ঠান ‘লা পোর্তেরিয়া’তে বলা হয়েছে, মেসিকে আটকে রাখার শেষ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা। বার্সেলোনার নতুন প্রধান নির্বাহী ফেরান রেভেরতার প্রস্তাবটি নিয়ে গেছেন মেসির কাছে। বেতেভে আরও জানিয়েছে, মেসির এজেন্ট ও তাঁর বাবা হোর্হে মেসির সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে মেসির বার্সাতে থাকার ব্যাপারে কথা বলেছেন রেভেরতার।
চুক্তির প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যাপারে খবর প্রচার করছে আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমও। তারা অবশ্য বলছে, প্রস্তাবটা দিতে বার্সা অনেক দেরি করে ফেলেছে। আর্জেন্টিনার পত্রিকা ওলেও জানিয়েছে, নতুন এই প্রস্তাব নিয়ে বার্সার আরও আগে যাওয়া উচিত ছিল। এদিকে পিএসজির সঙ্গে মেসির চুক্তির সবকিছুই একরকম চূড়ান্ত। প্যারিস বিমান বন্দরের বাইরে ভিড় জমিয়েছেন মেসির ভক্তরাও। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।