হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনাকে সান্ত্বনার জয়টুকু পেতে দিল না মালি

জার্মানির সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও এবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় আর্জেন্টিনার। আর্জেন্টিনার কাছে আজ ম্যাচটি ছিল শুধুই সান্ত্বনার জয় পাওয়ার। সেই সান্ত্বনার জয়টুকু আকাশী-নীলদের পেতে দিল না মালি। 

ইন্দোনেশিয়ার জাভার মানাহান স্টেডিয়ামে আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও মালি। আর্জেন্টিনার সঙ্গে দাপট দেখিয়ে খেলেছে 
মালি। ৫২ শতাংশ বল দখলে রেখে মালি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করেছিল ১৫ শট। আর্জেন্টিনা ৪৮ শতাংশ বল দখলে রেখে মালির লক্ষ্য বরবার করেছে ৪ শট। দাপুটে পারফরম্যান্সে দ্রুত এগিয়ে যায় মালি। ৯ মিনিটে সিকু কোনের অ্যাসিস্টে গোল করেন ইব্রাহিম দিয়ারা। প্রথমার্ধের শেষে ব্যবধান দ্বিগুণ করে মালি। ৪৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মামাদু দুম্বিয়া। দুম্বিয়াকে অ্যাসিস্ট করেন হামিদু মাকালু। 

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়া মালি দ্বিতীয়ার্ধে দ্রুত পেয়ে আরও এক গোল। ৪৮ মিনিটে ইব্রাহিম দিয়ারার অ্যাসিস্টে গোল করেন হামিদু মাকালু। এরপর আর্জেন্টিনা-মালি কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ৩-০ গোলে ম্যাচ জিতে যায় মালি। 

এর আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় জার্মানি-আর্জেন্টিনা। মূল ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। পেনাল্টিতে ৪-২ গোলে জিতে যায় জার্মানরা। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মালিকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। আগামীকাল ২০২৩ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ফ্রান্স।

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের