হোম > খেলা > ফুটবল

মাছ ধরা যখন রোনালদো-ইব্রাদের শখ

মাছ ধরার শখ অনেকেই লালন করে থাকেন। অনেক তারকা ফুটবলারও লালন করে থাকেন এই শখ। সময়-সুযোগ মিলে গেলে তাঁরাও নেমে পড়েন মাছ ধরতে। মাছ ধরতে পছন্দ করেন যেসব খেলোয়াড়, তাঁদের মধ্যে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, ডেভিড বেকহামসহ অনেক বর্তমান ও সাবেক তারকা ফুটবলার। 

ক্রিস্টিয়ানো রোনালদো
যে শহরে রোনালদোর জন্ম ও বেড়ে ওঠা, সেই মাদেইরা মাছ ধরার জন্য বিখ্যাত। তাই মাছ ধরার কিছু কৌশল যে রোনালদোর জানা থাকবে তা স্বাভাবিকই। মাদেরাতেই মাছ ধরতে দেখা গেছে রোনালদোকে। 

সার্জিও আগুয়েরো
কদিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় ফুটবলকে বিদায় জানিয়েছেন সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি ফুটবলারও অবসরে মাছ ধরতে পছন্দ করেন। ২০১৪ সালে চোটে পড়ে পাওয়া বিরতিতে মাছ ধরতে দেখা গেছে তাঁকে। এরপর থেকে ছুটি পেলেই মাছ ধরতে চলে যান এই আর্জেন্টাইন তারকা। সম্প্রতি এসকুইনা ভ্রমণকালেও বড়সড় এক মাছ হাতে দেখা গেছে তাঁকে। 

ডেভিড বেকহাম
২০১৬ সালে ডেভিড বেকহামের স্যামন ধরার ছবি বেশ বিখ্যাত হয়েছিল। মাছ হাতে ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন এই ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি। এখনো হয়তো সুযোগ পেলে মাছ ধরতে ছুটে যান বেকহাম। 

জ্লাতান ইব্রাহিমোভিচ
ফুটবলে অনেকবার নিজেকে সেরা ঘোষণা করে আলোচনায় এসেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে তিনি চাইলে নিজেকে সেরা ‘ফিশারম্যান’ও ঘোষণা করতে পারেন। মাছ ধরার জন্য সুইডেনে নিজের একটি দিঘিও যে আছে ইব্রাহিমোভিচের। এমনকি ইব্রার পিঠে মাছের একটি ট্যাটুও করা আছে। 

রবিন ফন পার্সি
মাছ ধরা নিয়ে মজার এক অভিজ্ঞতা আছে ডাচ কিংবদন্তি রবিন ফন পার্সির। ২০১৫ সালে তুরস্কে পারিবারিক এক ভ্রমণের সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যান ফন পার্সি। সে সময় অবিশ্বাস্যভাবে একটি হাঙর ধরে ফেলেন তিনি। সেটা নিজের জীবনে সবচেয়ে সেরা মাছ ধরার দিন বলেও ঘোষণা দেন তিনি।

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ