হোম > খেলা > ফুটবল

দি মারিয়ার পরিবারকে হত্যার হুমকিদাতারা গ্রেপ্তার

আনহেল দি মারিয়ার পরিবারের সদস্যকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের গতকাল গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার ফেডারেল পুলিশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও তথ্য সংগ্রহকারীর একটি বিশেষ ইউনিট পিডিআই। 

দুই দিন আগে জন্ম শহর রোজারিওতে হুমকি পান দি মারিয়া। তাঁকে হুমকি দিয়েছেন এমন তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তামন্ত্রী পাত্রিসিয়া বুলরিখ। তিনি জানিয়েছেন, হুমকিদাতাদের প্রধান পাবলো আকোত্তো, যার বিরুদ্ধে মাদক চোরাচালানের তদন্ত চলছে। সে হুমকি দেওয়ার কথা ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে সহায়তা করেছেন সারা বেলেন গুতিরেজ এবং গ্যাব্রিয়েল ইসমায়েল পাস্তোরো। 

হুমকি দেওয়া তিন ব্যক্তিকে নিজ নিজ বাসা থেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। অপরাধীদের ধরতে সান্তা ফের দুই সরকারি প্রসিকিউটর হাভিয়ের আরজুবি ও পাবলো সোক্কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

এর আগে এক গাড়িতে দি মারিয়ার রোজারিওর বাড়িতে এসে পরিবারের সদস্যকে মেরে ফেলার ইঙ্গিত দিয়ে ফেলে যাওয়া চিঠিতে হুমকিদাতারা লিখেছেন, ‘আপনার ছেলে আনহেলকে বলবেন রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’ মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার রোজারিও শহরটির বেশ বদনাম আছে।

জুয়া-কাণ্ডে তুরস্কের ২৯ ফুটবলারকে গ্রেপ্তারের নির্দেশ

আবারও কিংসের বড় জয়, রাকিবের হ্যাটট্রিক অ্যাসিস্ট

বিদায়ী ম্যাচের আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেসির সতীর্থ

‘রোনালদোর ক্ষুধা কখনোই শেষ হওয়ার নয়’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বকাপ ড্র আজ: বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান