হোম > খেলা > ফুটবল

গিনেস বুকের সেই সমাধিস্থলই পেলের শেষ ঠিকানা

মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থ। সান্তোসের এই সমাধিস্থেই চিরনিদ্রায় শায়িত করা হবে পেলেকে। ফুটবল রাজাকে শেষ বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।

দুই বছর কোলন ক্যানসারের সঙ্গে লড়াই করে গত বৃহস্পতিবার পরাজিত হয়েছেন পেলে। ৮২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। ফুটবল সম্রাটকে হারিয়ে পুরো বিশ্ব এখন শোকসন্তপ্ত।

আগামী সোমবার শেষকৃত্য হবে পেলের। আগামী সোমবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সর্বসাধারণের জন্য সান্তোস স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখান থেকে ক্যানাল ৬ নিয়ে যাওয়া হবে ব্রাজিলিয়ান কিংবদন্তির শবদেহ। প্রিয় ছেলেকে শেষ বারের মতো বিদায় জানাবেন মা ডোনা চেলেস্টে। এরপর বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থতে নিয়ে যাওয়া হবে তাঁকে। পরিবারের অন্যান্য সদস্যদের পাশে তাঁকে সমাহিত করা হবে।

গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখানো মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকা সমাধিস্থকে দেখলে কবরস্থান মনে হবে না অনেকেরই। কেননা সমাধিস্থকে বিনোদন কেন্দ্রের মতো করে সাজানো হয়েছে। জয়গাটি দেখার জন্য যান ভিড় করেন পর্যটকরাও। ১৪ তলার আকাশচুম্বী অট্টালিকার এই কবরস্থানকে ঘন সবুজ বনে সাজানো হয়েছে। সেখানে সর্বমোট ১৪ হাজার সমাধি আছে।

এমনকি সমাধিস্থতে একটি গ্রীষ্মমণ্ডলীয় বাগান রয়েছে। ছাদের মধ্যে একটি ছোট্ট ক্যাফে রয়েছে। আছে একটি জলপ্রপাতও। ১.৮ হেক্টর জায়গা নিয়ে তৈরি এই বিশাল কবরস্থানে গাড়ির জাদুঘরও রয়েছে। ১৯৮৩ সালে স্থপতি পেপে আল্টস্টুটের পরিকল্পনায় সমাধিস্থটি তৈরি করা হয়।

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন