হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কোচকে ১ বছরের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক    

কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। ফাইল ছবি

কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় কর ফাঁকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

স্প্যানিশ কর কর্তৃপক্ষ জানায়, আনচেলত্তি প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। মূলত তাঁর ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের বাণিজ্যিক অধিকার) আয়ের অংশ লুকিয়ে রেখেছিলেন তিনি।

আনচেলত্তি শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে আদালতে দায় স্বীকার করেন এবং কর ফাঁকির অর্থ ফেরত দিতে সম্মত হন। তবে তাঁকে জেলে যেতে হচ্ছে না স্পেনের আইন অনুযায়ী, যদি দুই বছরের কম মেয়াদের কারাদণ্ড হয় এবং কেউ প্রথমবার অপরাধ করেন, তাহলে সাধারণত জেল খাটতে হয় না। সেই অনুযায়ী, আনচেলত্তিও জেলমুক্ত থাকবেন, তবে তাঁকে জরিমানা ও কিছু আইনি শর্ত মানতে হবে।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো