হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের কোচকে ১ বছরের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক    

কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। ফাইল ছবি

কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় কর ফাঁকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

স্প্যানিশ কর কর্তৃপক্ষ জানায়, আনচেলত্তি প্রায় ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন আনচেলত্তি। মূলত তাঁর ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের বাণিজ্যিক অধিকার) আয়ের অংশ লুকিয়ে রেখেছিলেন তিনি।

আনচেলত্তি শুরুতে অভিযোগ অস্বীকার করলেও পরে আদালতে দায় স্বীকার করেন এবং কর ফাঁকির অর্থ ফেরত দিতে সম্মত হন। তবে তাঁকে জেলে যেতে হচ্ছে না স্পেনের আইন অনুযায়ী, যদি দুই বছরের কম মেয়াদের কারাদণ্ড হয় এবং কেউ প্রথমবার অপরাধ করেন, তাহলে সাধারণত জেল খাটতে হয় না। সেই অনুযায়ী, আনচেলত্তিও জেলমুক্ত থাকবেন, তবে তাঁকে জরিমানা ও কিছু আইনি শর্ত মানতে হবে।

এবার নেপালকে হারাল বাংলাদেশের মেয়েরা

হারের পর রেফারিকে দুষছে বার্সেলোনা

‘মরক্কো-সেনেগাল ফাইনালে যা হয়েছে, তা আফ্রিকার জন্য অবমাননাকর’

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ