হোম > খেলা > ফুটবল

এশিয়ান কাপে খেলা নিশ্চিত, তবু উদ্‌যাপন জমিয়ে রেখেছেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিয়ানমার ম্যাচের ধকল কাটিয়ে উঠতে সুইমিংপুলে মারিয়া-রুপনারা। ছবি: বাফুফে

তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ প্রথম দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সময় এখন তাই আনন্দ উল্লাসের। তবে উদ্‌যাপন আপাতত জমিয়ে রেখেছেন মেয়েরা।

আজ জিম ও সাঁতার কাটিয়ে রিকভারি সেশন করেছেন মেয়েরা। ছিল না মাঠের কোনো অনুশীলন। ৫ জুলাই নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা খুব ভালো ভাবে আছে খুব ভালো মুডে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ গেছে। এটার জন্য আমরা আজ রিকভারি সেশন করছি। এটা আমি বলব যে, আমাদের এতোদিনের যে কষ্ট মেয়েদের সেটারই ফসল হিসেবে আমরা গতকাল ইতিহাস গড়েছি। কাল আরেকটি ম্যাচ আছে। আমরা এই ম্যাচকেও গুরুত্ব দিচ্ছি। আমরা এই ম্যাচ জিতে... অস্ট্রেলিয়ার পথ তো আমরা পেরিয়েছি। আশা করি আমাদের মেয়েরা আরও ভালো করবে সামনে।’

মিয়ানমারেও যাওয়ার আগে থেকে লক্ষ্য পুষে রেখেছিলেন শিউলি আজিম। অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, ‘আসলে আমরা যখন আমাদের গ্রুপ দেখলাম। দেখার পর আসলে একটা লক্ষ্য ছিল, এবার যদি আমরা চাই... সবাই যদি নিজেদের হৃদয় থেকে খেলি আমরা কোয়ালিফাই করতে পারব। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা এখনো পুরোপুরি সেভাবে উদ্‌যাপন করিনি। সেটা রেখে দিয়েছি। শেষ ম্যাচটির পর আমরা পুরোপুরি আনন্দ করব, উদ্‌যাপন করব।’

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো