হোম > খেলা > ফুটবল

বার্সাকে প্রায় ২৫০ কোটি টাকা জরিমানা করল উয়েফা

ক্রীড়া ডেস্ক    

মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। ছবি: এএফপি

ইউরোপের ক্লাবগুলোর বিরুদ্ধে প্রায় সময়ই আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এমন কিছু হলে চুপ করে বসে থাকে না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এবার বার্সেলোনা-চেলসির মতো বিখ্যাত ক্লাবগুলোকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে উয়েফা।

বার্সেলোনাকে ১৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১৬ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে চেলসির জরিমানা হয়েছে ৩১ মিলিয়ন ইউরো (৪৪৭ কোটি ৮৯ লাখ টাকা)। উয়েফা গতকাল এক বিবৃতিতে এই শাস্তির কথা জানিয়েছে। আর্থিকভাবে অনেক টাকা ক্ষতি করেছে বলেই বার্সার এমন মোটা অঙ্কের টাকা জরিমানা। উয়েফার ক্লাব অ্যাকাউন্টের হিসেব অনুযায়ী ইউরোপীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে কিনা, সেটা এখানে বিবেচনা করা হয়েছে। চেলসিকে উয়েফার ফিনান্সিয়াল মনিটরিং রুল ভাঙার কারণে জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের হিসেব ধরে বার্সা-চেলসির মোটা অঙ্কের টাকা জরিমানা হয়েছে।

চেলসির ২০ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছে ব্রেক-ইভেন পর্যায়ে যেতে ব্যর্থতার কারণে। বাকি ১১ মিলিয়ন ইউরো জরিমানার কারণ দল গঠনে মাত্রাতিরিক্ত খরচ। রাজস্বের ৮০ শতাংশ খরচের ব্যাপার বেঁধে দেওয়া হলেও ফুটবলারদের ট্রান্সফার ফি ও কেনাকাটায় অনেক বেশি খরচ করেছে ইউরোপীয় ক্লাবটি। এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ক্লাব এই ব্যাপারে উয়েফার সঙ্গে নিবিড়ভাবে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে।

বার্সেলোনার জন্য দুই বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ে অর্থনৈতিক ব্যাপার মানসম্মত অবস্থায় পৌঁছাতে না পারলে আরও ৪৫ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে ক্লাবটিকে। বাংলাদেশি মুদ্রায় ৬৫০ কোটি ১৬ লাখ টাকা। এদিকে উয়েফার শর্ত চার বছরের মধ্যে পূরণ করতে ব্যর্থ হলে ৬০ মিলিয়ন ইউরো বাড়তি গুনতে হবে (৮৬৬ কোটি টাকা)। ২০২৪-২৫ মৌসুমে বার্সা লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—এই তিনটি মেজর শিরোপা জিতেছে।

চেলসি-বার্সার পাশাপাশি ইউরোপের অন্যান্য ক্লাবকেও জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডের অ্যাস্টন ভিলাকে ২০২৪-২৫ মৌসুমে খেলোয়াড় কেনাবেচায় অতিরিক্ত অর্থ খরচের কারণে ১১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি হিসেবে প্রায় ১৫৯ কোটি টাকা। ২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে ভিলা।

উয়েফার আর্থিক শর্ত পূরণ করতে না পারায় ফ্রান্সের ক্লাব লিওঁকে ১২.৫ মিলিয়ন ইউরো (১৮০ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করা হয়েছে। আগস্টে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ক্লাবটি। কারণ, ২০২৪-২৫ মৌসুমে লিওঁ শেষ করেছে ছয় নম্বরে থেকে। পিএসজি, মার্শেই, মোনাকো—এই তিনটি দল চ্যাম্পিয়নস লিগে উঠে গেছে। নিস খেলবে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল