হোম > খেলা > ফুটবল

ঘুরে দাঁড়াল বিধ্বস্ত ব্রাজিল, আর্জেন্টিনার কী অবস্থা

ক্রীড়া ডেস্ক    

বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি

বেশি দিন আগের ঘটনা নয়। এই তো ২৪ জানুয়ারি দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তিন দিনের ব্যবধানে এবার হলো ভিন্ন ঘটনা। ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা জয়ের মুখ দেখেনি।

ব্রাজিল অনূর্ধ্ব-২০, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০—দুই দলেরই ম্যাচ ছিল গত রাতে।এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই মাঠে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।

বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৪ ও ২৮ মিনিটে গোল দুটি করেন গ্যাব্রিয়েল মোসকার্দো ও ব্রেনো বিদোন। দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান কমিয়েছে বলিভিয়া। ৪৭ মিনিটে গোলটি করেন বলিভিয়া অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার গিলমার সেন্তেলা বাজান। এই ম্যাচে ৬টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল দেখেছে ২টি।

এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৩ মিনিটে গোল করেন কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার অস্কার পেরেয়া। সমতায় ফিরতে আর্জেন্টিনার লেগেছে ৩ মিনিট। ৩৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্লদিও এচেভেরি।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। ২ ম্যাচ খেলে

১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ব্রাজিল। বলিভিয়া ২ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি। গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে তারা পাঁচেই আছে।

১ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দুইয়ে ইকুয়েডর। চার নম্বরে থাকা কলম্বিয়ার পয়েন্ট ১। টুর্নামেন্টের একমাত্র ম্যাচ তারা আজ খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা