বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে সাম্প্রতিক সময়ে দারুণ সাফল্য পেয়েছেন ইউলিয়ান নাগেলসমান। কোচ হিসেবে নাগেলসমানের নিবেদনের কথাও কারও অজানা নয়। তবে ফুটবল-পাগল নাগেলসমানের এমন নিবেদনের খেসারত দিতে হয় তাঁর স্ত্রী ভেরেনাকে। এমনকি নাগেলসমানের যন্ত্রণায় ভেরেনার ঘুমও হারাম হয়ে গেছে।
ভেরেনার জন্য ঘটনাটি যন্ত্রণার হলেও, বায়ার্ন ভক্তদের জন্য আনন্দের হতে পারে খবরটি। কোচিংয়ের জন্য নিজেকে উজাড় করে দেওয়া নাগেলসমান নাকি ঘুমের মধ্যেও নিজের দায়িত্ব পালন করেন। ঘুমের মধ্যেই খেলোয়াড়দের নাম চিৎকার করে ওঠেন তিনি। আর তাতেই ঘুম হারাম হয়েছে ভেরেনার। উদ্ভট এই কাণ্ডের কথা স্বীকার করেছেন নাগেলসমান নিজেই।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নাগেলসমান বলেছেন, ‘কখনো কখনো ম্যাচ শেষে ঘুমের মধ্যে আমি খেলোয়াড়দের নাম ধরে চিৎকার করে উঠি। আমরা স্ত্রী একবার এটা আমাকে বলেছিল। এই চিৎকার অনেক সময় ওকেও জাগিয়ে দেয়।’
তবে নাগেলসমান আশা করেন যে, তাঁর শিষ্যরা তাঁকে খুব বেশি ঘুমহীন রাত উপহার দেবে না। আর তেমনটা হলে সেটি ভেরেনার জন্যও স্বস্তির কারণ হবে।
শুধু নাগেলমানই নন; একই সমস্যায় ভোগেন ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তেও। ম্যাচ হারলে ঠিক মতো ঘুমাতে পারেন না কন্তে। ঘুমালেও বেশি সময়ের জন্য নয়। এ ব্যাপারে ইতালিয়ান কোচের ভাষ্য, ‘জয়ের রাতে আমি খুব সহজেই ঘুমাতে পারি। কিন্তু জিততে না পারলে দুই থেকে চার ঘণ্টার মধ্যে ঘুম ভেঙে যায়। আমি উঠে বসে পড়ি আর ম্যাচ হারার কারণ খুঁজতে থাকি।’