হোম > খেলা > ফুটবল

ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

কার্লোস আলবার্তো পেরেইরার বয়স পেরিয়ে গেছে ৮০-এর ওপরে। কোচ হিসেবে ব্রাজিলকে জিতিয়েছেন অনেক শিরোপা। যার মধ্যে রয়েছে বিশ্বকাপও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ আক্রান্ত হয়েছেন ক্যানসারে। 

নিজেদের ইতিহাসে ব্রাজিল চতুর্থ বিশ্বকাপ জিতেছে ১৯৯৪ সালে। ব্রাজিলের সেই বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন পেরেইরা। তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা গতকাল নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। হজকিন লিম্ফোফোবিয়ায় আক্রান্ত পেরেইরা চার মাস ধরে কেমোথেরাপি নিচ্ছেন। এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘চতুর্থ বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন কোচের পরিবার এবং সামারিতানো হাসপাতালের মেডিকাল টিম তাঁর (পেরেইরা) দেখাশোনা করছে। চিকিৎসায় তাঁর উন্নতি হচ্ছে বলে জানা গেছে। সবাই যে তাঁর খোঁজ নিচ্ছেন, তাতে তিনি খুশি ও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’ 

১৯৬৭ তে ঘানার হয়ে পেরেইরার কোচিং ক্যারিয়ার শুরু। এক বছর দায়িত্ব পালন করেছেন ঘানার কোচ হিসেবে। এর পর ক্লাব ক্যারিয়ারের কোচিংয়ে মনোযোগ দেন পেরেইরা। সাও ক্রিস্তোভাও, আসান্তে কোকো, ফ্লুমিনেন্স—তিনটি ক্লাব মিলিয়ে কোচ ছিলেন ১৯৭৮ পর্যন্ত। ১৯৭৮ সালে কুয়েতের কোচ হয়ে আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে ফেরেন তিনি। মধ্যপ্রাচ্যের দলটিতে ৫ বছরের কোচিং ক্যারিয়ারে ১২ ম্যাচ পেয়েছেন। 

ঘানা, কুয়েতের পর তৃতীয় আন্তর্জাতিক দল হিসেবে ব্রাজিলের কোচ হয়েছিলেন পেরেইরা। ১৯৮৩ সালে প্রথমবার যখন ব্রাজিলের কোচ হয়েছিলেন, তখন মাত্র ১ বছরে ম্যাচ পেয়েছেন ৯ টিতে। তবে সাফল্য তিনি পেয়েছিলেন দ্বিতীয় দফায়। ১৯৯২ এর ১ জানুয়ারি থেকে ১৯৯৪-এর ৩১ জুলাই পর্যন্ত ব্রাজিলের ৪৩ ম্যাচে তিনি যে কোচ ছিলেন, তখনই জেতেন ১৯৯৪-এর বিশ্বকাপ। এরপর ২০০৩ সালে তৃতীয় মেয়াদে সেলেসাওদের কোচ হয়েছেন। তখন ২০০৪ কোপা আমেরিকা, ২০০৫ ফিফা কনফেডারেশনস কাপ ও ২০০৫ লুনার নিউ ইয়ার কাপ জিতেছেন। তিন মেয়াদ মিলে ব্রাজিলের ডাগআউটে ছিলেন ১১২ ম্যাচ। সব মিলে কোচের দায়িত্ব পালন করেছেন ৩২৯ ম্যাচে। জিতেছেন ১৫৬ ম্যাচে, ৮৭ ম্যাচে হেরেছেন ও ড্র করেছেন ৮৫ ম্যাচে।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: টেন্ডুলকার

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক