হোম > খেলা > ফুটবল

ইউরো শেষে অবসর নেবেন জিরু

বয়স ৩৭ হওয়ার পরও তরুণ স্ট্রাইকারদের সঙ্গে লড়ে যাচ্ছেন অলিভিয়ের জিরু। অথচ এই বয়সে তাঁর বুট জোড়া তুলে রাখার কথা ছিল। কিন্তু সেটা না করে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। দেশের হয়ে আরও শিরোপা জিততে ক্ষুধার্ত বলে জানিয়েছেন ফরাসি স্ট্রাইকার। 

তবে এই ক্ষুধার শেষটা সম্ভবত আগামী ইউরোতেই হতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান জিরু। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। 

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার বিষয়ে আরএমসি স্পোর্তকে জিরু বলেছেন, ‘এবারের ইউরো খুবই মিস করব। যদি আমরা জিততে পারি, তাহলে বিদায় নেব। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে না পারলেও এমনটা হতে পারে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। কিছু সতীর্থকে অবশ্য বলেছিলাম, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পারলে বিদায় নেব। যদিও পরে তা প্রত্যাহার করে নিয়েছি। তবে দেশের হয়ে শিরোপা জিততে আমি ক্ষুধার্ত। আমার এখনো অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে হয় তাহলে সম্ভব।’ 

গতকাল হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে। নিজেদের গ্রুপ নিয়েও কথা বলেছেন জিরু। 

জিরু বলেছেন, ‘নেদারল্যান্ডসকে আমরা খুব ভালো করেই চিনি। তাদের বিপক্ষে সব সময়ই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা গ্রুপ চূড়ান্তের অপেক্ষায় রয়েছি। কারণ ওয়েলস ও পোল্যান্ড সম্ভবত আমাদের সঙ্গী হতে পারে। তবে সম্ভবত সর্বশেষ ইউরোর চেয়ে একটু তুলনামূলক সহজ ড্র হয়েছে। অস্ট্রিয়ারও ভালো তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বড় ক্লাবে খেলছে। গ্রুপে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু এটা সহজ হবে না। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট

কলকাতায় মেসির ব্যস্ততা শুরু, উদ্বোধন করলেন ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য

অ্যানফিল্ডে কি আজ দেখা যাবে সালাহকে

‘রিয়াল মাদ্রিদে এমন নাটক আগেও অনেকবার দেখেছি’