হোম > খেলা > ফুটবল

ছুরিকাঘাতে আহত লামিনে ইয়ামালের বাবা

বিপদ যে কখনো বলে কয়ে আসে না সেটার প্রমাণ দেখা গেল আবারও। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউয়ি। 

নাসরাউয়ির আহত হওয়ার কথা গত রাতে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’। সংবাদমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা গেছে, বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারোর রোচাফোন্ডা এলাকায় পোষা কুকুর নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন নাসরাউয়ি। সেখানে কয়েক জন লোকের সঙ্গে ইয়ামালের বাবার কথা-কাটাকাটি হয়। সেই লোকেরা নাসরাউয়িকে একাধিকবার ছুরিকাঘাত করে চলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক অফিশিয়াল সূত্রের বরাতে খবরটি জানিয়েছে ‘লা ভ্যানগার্দিয়া’। ঘটনার বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। 

লা ভ্যানগার্দিয়ার পাশাপাশি আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফই সংবাদ প্রকাশ করেছে নাসরাউয়িকে নিয়ে। স্প্যানিশ গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা গেছে, হার্মান ত্রিয়াস ই পুয়োল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়ামালের বাবাকে। বাদালোনার কান রুটি এলাকায় অবস্থিত সেই হাসপাতাল। অনেক ক্ষত ছিল নাসরাউয়ির শরীরে। লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে, গুরুতর আহত হলেও এখন তিনি স্বাভাবিক আছেন। ইয়ামালের বাবার ছুরিকাঘাত নিয়ে বার্সেলোনা পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েক জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে ইএফইর প্রতিবেদনে জানা গেছে। 

২০২৩ সালে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলে অভিষেক হয়েছে ইয়ামালের। ১৭ বছর বয়সী তরুণ এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। ২০২৪ ইউরোতে ১ গোল ও ৪ অ্যাসিস্ট করে পেলে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের রেকর্ড ভেঙেছেন ইয়ামাল। শিশু ইয়ামালকে যে মেসি ২০০৭ সালে কোলে নিয়েছিলেন, সেই ছবি ভাইরাল হয়েছে সদ্য সমাপ্ত ইউরোতে। বার্লিনে ১৪ জুলাই রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড ১৪ বার ইউরো জেতে স্প্যানিশরা।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন