হোম > খেলা > ফুটবল

‘প্যারিসের চেয়ে বার্সায় বেশি ভালোবাসা পাবে মেসি’ 

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যেন একটু অস্বস্তিতেই আছেন লিওনেল মেসি। আশানুরূপ পারফর্ম করতে না পেলে শুনতে হয় দুয়োধ্বনি। মেসিকে তাই পিএসজি ছেড়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার পরামর্শ দিলেন ক্লাবটির (বার্সেলোনা) সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত। 

পার্ক দে প্রিন্সেসে ২ এপ্রিল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০ তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে উদ্দেশ্য করে শিষ দেওয়া হয়েছে। গাসপার্ত মনে করেন, বার্সায় ফিরলে মেসি এমন দুয়োধ্বনি পাবেন না। সাবেক বার্সা সভাপতি বলেন, ‘প্যারিসে তাকে (মেসি) দেখলে সবাই শিষ দেন। এখানে আমরা তাকে ভালোবাসি। সে তার ক্যারিয়ার এখানে শেষ করতে পারে এবং ক্লাবে চিরস্থায়ীভাবে থাকতে পারে।’ 

বর্তমানে পিএসজিতে প্রতি মৌসুমে ৪৩১ কোটি ৩১ লাখ টাকা বেতন পান মেসি। সপ্তাহের হিসেবে যা ৮ কোটি ২৯ লাখ টাকা। তবে বার্সায় ফিরলে এত বেশি বেতন তিনি পাবেন না। লা লিগার বেতন সীমাসংক্রান্ত নীতি অনুযায়ী, একটি নির্দিষ্ট পরিমাণ বেতনই তিনি পাবেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে এ ব্যাপারটিও মনে করিয়ে দিয়ে গাসপার্ত বলেন, ‘যদি সে আর্থিক অবস্থার কথা চিন্তা করে, তাহলে সে আরও ভালো জায়গায় খেলার সুযোগ পাবে। কিন্তু যদি সে এটা তার হৃদয় দিয়ে চিন্তা করে, তাহলে বার্সেলোনার মতো ভালোবাসা সে কোথাও পাবে না।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী

মিসরকে কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাসের পাতায় সালাহ

১৪ মাসেই আমোরিমকে ছাঁটাই করল ইউনাইটেড

​মালদ্বীপে চার জাতি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ

মেয়েদের লিগে মারামারি-লাল কার্ডের ম্যাচে ২৩ গোল

চলে গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার নীরা